আমাদের কথা খুঁজে নিন

   

লাল সবুজের পতাকা...

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

মোবাইল ফোন টেলিটকের বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে এসএমএস কুইজে গতকাল উত্তর পাঠিয়েছিলাম হঠাৎ করে। জানি, আমি লটারিতে জিতবো না। কারণ আমার লটারি ভাগ্য খারাপ। দৈব কোনো কিছু কখনও আমাকে ফেবার করে না। কিন্তু উত্তরটা আমি সঠিক দিয়েছিলাম।

কে জিতবে? বাংলাদেশ, ভারত না খেলা হবে টাই? আমি উত্তর পাঠিয়েছিলাম- বাংলাদেশ জিতবে। মূলত উত্তরটা ছিলো দেশের প্রতি ভালোবাসা আর আত্মবিশ্বাসের ফসল। ইদানিং বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স দারুণ উজ্জীবিত করছিলো আমাকে। 1999 সালের বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান বধের স্মৃতি আমাকে দারুণভাবে নাড়া দেয় আজও। ওয়ার ডে ক্রিকেটে বাংলাদেশ এরপর হারায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকা, ভারত, অস্ট্রেলিয়াকেও।

কেনিয়া, জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজ জয় বা ওয়ান ডে সিরিজ জয় এবং বিশ্বকাপ অনুশীলন ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোতে সত্যিই সাহস সঞ্চার হয়েছিলো বুকে। তাইতো কুইজের উত্তর ছিলো- বাংলাদেশ জিতবে। এবারের বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতকে হারিয়েছে। তাও আবার 5 উইকেটে। নাহ, এ কোনো অঘটন নয়।

এ আমাদের শক্তি, সত্যিকারের অর্জন। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে। অভিনন্দন জাতীয় দলের সকল খেলোয়াড়কে। বিভিন্ন টিভি চ্যানেলে শুনছি বিশ্বকাপ উপলক্ষ্যে ইদানিং জনপ্রিয় এ্যাড- লাল সবুজের পতাকা...। মুগ্ধ হয়ে শুনছে আমার ছোট্ট মেয়ে জাহিন-ও।

তাকিয়ে আছি বর্তমান তারুণ্যের দিকে। বাংলাদেশ ক্রিকেটদল বিশ্বকাপ পাচ্ছে- এ সত্য সম্ভব হবেই একদিন। 18.03.2007


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।