অচেনা পথে হাটতে চাই অনেক দুর
ভালবাসার শব্দমালা ভাষাহীন,দুর আলোয় নিকট অন্ধকার
শুষ্ক হৃদয়ে ফেটে উঠা বীজ,ঝরে যাওয়া লীলাময়ী আভাস
অবশিষ্ট কিছুই রেখনা,মৃতু্যর পর ভালবাসা অর্থহীন
মেঘেদের দ্রুত আনাগোনা,কান্নার আভাস স্পষ্ট
ভালবাসা বোঝার ক্ষমতা,ভাষাহীন আমার ভালবাসা।
সৃষ্টির আনন্দ বুঝবে কি তুমি,ধ্বংস যদি না করো
বাধা দেব না,এগিয়ে যাও,উল্লাসে ফেটে পড়
নীলগুলো ভালবাসি,কালো কেও ভালবাসি
যদি তুমি বলো অন্য কোন রং।
বেদনা নিয়ে লিখবো না কোন কিছু
মৃতু্যর ভয়ে ভীত আমি,তাই ভালবাসার নিকটে আসি
জানি থাকবেনা,ব্যথা দেবে তুমি
হাসিগুলো শুধুই তোমার,গাঁথুনীতে মজবুত
হয়ত আমার ঠুনকো ভালবাসা।
চলে যেতে যেতে,কোন পথে হয় যদি দেখা
বলবো তোমায় ভাষাহীন...........আমার ভালবাসা।
বুঝবে কি নারী?
------মিথ-------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।