আমাদের কথা খুঁজে নিন

   

সময় আবিষ্কার

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

পৃথিবীতে সময় নামক টার্ম আসলে ঘটনাকে উল্লেখের সুবিধা থেকে উদ্ভুত। বটারু গিয়েছিলাম, তাসরা গিয়েছিলাম, তার আগে রুসকে গিয়েছিলাম এমন তিনটি ঘটনাকে আমরা কালে নামাঙ্কিত করি, বুধবার, বৃহস্পতিবার অথবা শুক্রবার। হয়তো এখন থেকে শুরু হতে পারে, বটারুবার, তাসরাবার, রুসকবার। শুরু হলো নতুন সময়। রাত্র ও দিনকে তখন সময়রৈখিকে রেখে দিলাম পরিষ্কার বিভাজন হিসাবে।

2 য় বটারুবার আসছে তাসরাবার ও রুসকাবারের পরে। তারমানে তিনটি রাতদিনের সাইকেল। এমন চারটে বটারুবার বটারুতে যাওয়া নিয়ে হতে পারে একাকীবটারু - কারণ একা একা যাওয়া হয়েছিল। পরের সাইকেলে বটারুতে যাওয়া হয়েছে বটে কিন্তু সাথে ছিল সোয়ালী। তো এই নতুন সাইকেলের নাম দিলাম সোয়ালীবটারু।

তারমানে একাকীবটারু আর সোয়ালীবটারু সাইকেলের সাইকেল হলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।