আমাদের কথা খুঁজে নিন

   

তুই কি পারিবি



একবারও দেখা না দিয়া, একবারও কাছে না আসিয়া পারিবি কি তুই হারাইতে আমার মাঝে রে হারাইতে এই চঞ্চল হাওরে, যেথা মাছগুলি সব ড্রইংরুমে বসিয়া শলা করে তুই কি পারিবি সব দোর ছাড়িয়া এই কড়িকাঠের চড়াইয়ের মত খড়ের গাদা দিয়া বাড়ী বানাইতে তুই কি পারিবি সুলতানের ছবির রং হইতে পারিবি কি তুই আমার সব স্বপ্নের চিত্রগ্রাহক হইতে ভাবতেই পারিস যা ইচ্ছা কিন্তু আমার ইচ্ছেরা সব তোর বাস্তবতার ফুটনোট হইয়া গেছে গা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।