[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
লম্বা চুল তো দিয়েছ ফেলে, ইয়ো দাড়ি আজ আছে কি ঝুলে?
ফিফটি মারতে হবেই আবার আজকে তোমায়- শাহরিয়ার।
চেহারা তো মডেল মডেল, দেখা হয়নাই ওগো তোমার খেল
শুনছি তামিম খেলো ভালই, তাইতো তুমিই কানা গলুই।
( খবর ঃ ভারতীয় পোগ্রামের কাছে তামিম এর রেকর্ড এর অভাব, কানা গলির মতো)
ছোট হলেও স্বাস্থ্য বান , হিটের গুণে ভালই তোমার খেলার মান
ওরে আমার সোনার আফতাব, হিটে হিটে করবা কিন্তু রানের ছয়লাব।
কি সুবোধ শান্ত বদন, কেউ কেউ যদিও কয় গো মদন
তবুও বাশার, তুমিই দলের পতি, তোমার খেলাতেই যেন আজ জিতি।
চেহারা খানা শিশুর মতো, অল্পদিনেও ক্রেডিট তোমর কতো কতো,
সাকিবুল তুমি মাঝ ওর্ডারে, চোখের পানি আজ ঝরাবোই ঠিক ওপাশে বর্ডারে।
তুমিই সেরা সবাই মানে, গুনের কথা কে না জানে?
লিটল জিনিয়াস আশরাফুল , বারবার করোনা গো তুমি একই ভুল?
ওরে গোলগাল মুশফিক, খাটো হলেও লম্ফ দিও ঠিকঠিক
মেরো বুঝে গোটাকয়েক চার, যদি হয়গো দরকার।
গুরু তুমি হওনি বুড়ো, ঘুরিও বল যত পারো
রফিক তোমার গুগলি তোড়ে , না জানি আজ কয়টা মরে।
তুমি তো নড়াইল এঙ্প্রেস, তোমার বলে বেজায় তেজ
ভালো খেলো গো মাশরাফি, এটাইযে এখন সময়ের দাবী।
আর যে বাকী দুজন রবে , তোমাদেরও অনেক করতে হবে
আপাতত নাম জানিনা , তাই স্পষ্ট বলা গেলনা।
[গাঢ়]বিঃদ্রঃ গতকাল আমাদের বিশিষ্ট খেলোয়াড় রানার অকাল মৃত্যুতে আর সবার মতো আমিও ভীষণ মর্মাহত এবং শোকাহত।
কিন্তু জীবন বড় রূঢ়, বাস্তব বড় বাস্তব। আমরা প্রত্যাশা করি তার এই শোকের বেদনা হতে জাতি আজকে দলের জয়ের জন্যে প্রার্থনা করার শক্তি পাবে , দল জিতবে , রানার আত্মা নিশ্চয় তাতে আরও শান্তি পাবে যদি পরকালে খবর পৌঁছানোর কোন ব্যবস্থা থেকে থাকে। [/গাঢ়]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।