প্রিয় রাগ ইমন,
আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। একটা মুখোমুখি যুদ্ধ যুদ্ধ ব্যাপার। ক্ষেত্র ঠিক করেছেন সামহোয়ার ইন। আপনার মাথা কি আসলে ঠিক আছে? আমি সূচিত্রা। একটা ভাচর্ুয়াল ক্যারেক্টার।
হতে পারে আমার পেছনের মানুষটা একটা ছেলে। হয়তো বা। তাতে কিইবা এসে যায়। রাগ ইমন যেমন আপনার নিক, সূচিত্রাও আমার নিক হতেই পারে। সামহোয়ার কি প্রমাণ করবে? আমি কোন আইপি থেকে লগ করি? সেটা কি খুব উপকারী হবে আপনার জন্য? কারণ এমনও তো হতে পারি আমি কানাডা থেকে রেজিস্ট্রি করেছি।
ব্লগ করি আমেরিকা থেকে। মাঝে মাঝে যখন জার্মানি কিংবা ইউকে বেড়াতে যাই সেখান থেকেও লিখি। মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কোরিয়াও কি এই যুগে খুব দূরের দেশ? তাই ফায়দা নেই এতে। প্রশ্ন যেটা সামহোয়ার কতর্ৃপক্ষ সেটা কেনো করবে? করলেও এই ব্যাপারটা আরো অনেকবার করতে হবে। কারণ এই ধরণের চ্যালেঞ্জ অনেকের ব্যাপারেই অনেকের আছে।
তাহলে আপনি কেনো তাদের বিক্রি করছেন? শাহানাকে, একে ওকে এই যে আপনার এক্সপ্লয়েট করা এটা কি ঠিক? এখানে বানিজ্য করছে সামহোয়ার। আপনি বা আমি তাদের বিপননের ঘুটি। আপনি তো উল্টো তাদেরই বিক্রি করে যাচ্ছেন যখন তখন। শাহানাকে যেমন। একবারও কি তাকে জিজ্ঞেস করেছেন আপনি এই যে বন্ধুত্বটাকে যখন তখন যেখানে সেখানে প্রকাশ করে বড়ত্ব ভাব দেখাচ্ছেন সেটা আদৌ ঠিক হচ্ছে কিনা? সে বিব্রত কিনা? করেননি।
কারণ এসব আপনি ভাবেন না। সে কারনেই আপনি আপনার কিংবা অন্য যে কারো পোস্টে অবলীলায় লিখে দেন- আজকে ফোন করব? বা এই ধরণের যা তা। ফোন করলেই তো হলো। সেটা ব্লগে প্রকাশ করতে হবে কেনো? ওই যে বললাম, আপনার মধ্যে এই সাধারণ বিবেচনাবোধটা কাজ করে না।
বাদ দিন সে কথা।
মূল কথা হচ্ছে আপনি অসাধারণ একজন লেখক। আপনাকে নারী হিসেবে আলাদা বিবেচনা করি না। শক্তিমান লেখকদের অবশ্যই আপনি একজন। সেই প্রথম থেকে আপনার লেখা পড়ে আসছি। প্রথম সেই পোস্ট যেটায় আপনি ধনীর দুলালী প্রচুর টাকা নিয়ে একজন সুপাত্রের আশায় আছেন বলে লিখেছেন।
তারপর অনেক অদল বদল। যারা আপনাকে দেখতে পারেনা, তারা হয়তো আপনার সঙ্গে হুমায়ুন আহমেদকে মেলাবে। হুমায়ুনের দুটো বই পড়লে নাকি বাকিগুলা পড়তে হয়না। তেমনি আপনার দুটো পোস্ট পড়লেই বাকিগুলো পড়ার দরকার নেই। আমার কিন্তু তা মনে হয় না।
চর্বিত চর্বনেও আপনি অসাধারণ লেখনী দিয়ে তা আরো অসাধারণ ভাবে পেশ করতে পারেন। আমার প্রিয় দু'তিনটি ইংরেজি গানকে আপনি যেভাবে কবিতা বানিয়েছেন তাতে আমি মুগ্ধ হয়েছি। এটাকে চিন্তার দীনতা বলব না। বরং শক্তিশালী লেখকের সামর্থ্য। যে কেউ যে কোনো ভাবকে রূপান্তর দিতে পারে।
আপনাকে স্রষ্টা অসাধারণ সেই গুণটিই দিয়েছেন।
আপনি প্রায়ই দড়ি দেখে সাপ ভেবে আতকে ওঠেন। এই ব্লগে আপনাকে ঈর্ষা করার মতো কেউ আছে কি? আপনার চেয়ে অনেক ভালো লেখে এমন ব্লগার প্রচুর। অনেকেই আছেন যারা ব্যক্তিজীবনে অনেক উচু আসনে আসীন, কিন্তু ব্লগে চুপচাপ থাকেন। লেখালেখি সীমিত।
অনেকে আছেন যাদের ব্যক্তি অর্জন শূন্যের কোঠায়। কিন্তু কল্পনার প্রাসাদ বানিয়ে এই ব্লগে বসবাস। আপনি কোন দলে সে তর্কে যাব না। আসল কথা হচ্ছে আপনি আপনার মতো লেখেন। তাতে মানুষের ঈর্ষা কেনো হবে? বরং আপনার ঈর্ষার কোপে মানুষ পড়ে, সেটা খেয়াল করেছি।
আস্তমেয়েকে দেখুন, অসাধারণ ব্যক্তিত্ব ফুটে ওঠে তার লেখায়। আপনার মাঝে সেটা একদম নেই। কিন্তু এই খেলোপনায়ও আপনার পাঠক অনেক, ভক্ত অনেক। আস্তমেয়ে আপনাকে ভক্তিশ্রদ্ধা করে বলেই সে আপনার বিরাগভাজন নয়। এমন আরো অনেকেই আছে যাদের আপনি উল্টো তোয়াজ করেন।
কিন্তু অনেকেই আপনার বিরাগের শিকার। নওরীন যেমন সামপ্রতিক। আপনি আমাকে প্রথম পেজে ব্যান করিয়েছেন কিছুদিনের জন্য কোনো কারণ ছাড়াই। সেটা ছিল আপনার ক্ষমতার দাপট দেখানো। আপনি সামহোয়ারে আপনার বন্ধু বা বান্ধবীকে অন্যায়ভাবে ব্যবহার করেছেন।
সে ভুল সামহোয়ার বুঝতে পেরে শুধরে নিয়েছে। আপনি কিন্তু শুধরাননি।
হযবরল'র ইংরেজি পোস্টের কবিতা চুরির কথা বলছেন? এমনকি হতে পারে না আমার খুব ভালো বন্ধু আমাকে কবিতাটা দিয়ে বলেছে পোস্ট করতে? অবশ্য নাও হতে পারে। মনে পড়ে একবার লিখেছিলেন এই ব্লগে হেন পুরুষ ব্লগার নেই যারা আপনাকে পটানোর চেষ্টা করেনি? এমন কি হতে পারে উল্টোটাই সত্যি! এমনকি হতে পারে এই ব্লগে বেশিরভাগ পুরুষ ব্ল গারকেই আপনি সিডিউস করার চেষ্টা করেছেন! এমনকি হতে পারে কোনো এক সময় সেই সব পুরুষ ব্লগার তাদের আড্ডায় এমন অনেক চ্যাট স্ক্রিপ্ট চালাচালি করেছেন, যাতে এ ধরণের স্পষ্ট ইঙ্গিত রয়েছে! একটা ঘটনা জানি, কোনো এক সাক্ষাতে দুই ব্লগারের কাছে একই এসএমএস এল। দুজনের প্রথম সাক্ষাত।
পাঠিয়েছেন আপনি। প্রেমময় এসএমএস। দুজনেই তা দেখে হেসে কুটিকুটি। একই সঙ্গে তারা ঠিক করল আপনাকে শিক্ষা দেওয়া উচিত। কারণ আপনি বিশ্বাস নিয়ে খেলেছেন।
আপনি খেলতে পছন্দ করেন। যখন আপনাকে নিয়ে কেউ খেলে, সইতে পারেন না। চামড়া মোটা করেন রাগ ইমন। অনেক হয়েছে। তার চেয়ে যেটা ভালো পারেন সেটাই করুন।
লিখে যান। আপনার কাছে এই ব্লগের অনেক পাওয়ার আছে।
আজ আপনার নাটক দেখতে যাব। বাংলাদেশের খেলা বাদ দিয়েই যাব। ক্রিকেট আমাকে টানে না।
নাটক টানে। তাছাড়া আপনার নাটক বলে কথা। সামনা সামনি দেখব। শেষ পর্যন্ত থাকলে অটোগ্রাফও নেব। তখন না হয় কথা হবে।
সূচিত্রা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।