[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
পথিক অবাক হয়েছিল কক্সবাজারের রাস্তায় হাঁটতে গিয়ে সন্ধ্যায় সেদিন যেদিন দোকান বন্ধের সাতটার আইন বলবত হলো। স্বাভাবিককার ব্যতয় একটু অবাক তো করবেই। এমনেতেই ছোট শহর কঙ্বাজার। প্রধান সড়ক নামের একটিই মূল সড়ক নিয়েই এই শহর। কত আর দূরত্ব হবে সেই রাস্তার -4 /5 কিমি বড়জোর।
সাতটার পরেই নিরবতা নেমে আসে। ছোট এলাকা বলেই হয়তো পথিকের চোখে বেশী ধরা পরে নিরবতা আর নির্জনতা। আজ আবার অবাক হলো ভীষন যখন দেখল সাতটার অনেক পরেও নয়টার সময়েও আলোকিত পুরো শহর। খালি কি দোকান গুলোই খোলা আর লাইট জ্বালানো , বাড়তি আলোর ঝলক ঝরছে রাস্তায়। বার্মিজ মার্কেটের চার পাঁচ কিংবা ছয় তলা বিল্ডিংগুলোর সবকটাতেই আলোক সজ্জার হিড়িক ।
ঝলমল করছে পুরো বার্মিজ মার্কেট এলাকা। টেক পাড়ার এ মাথায় আর ওমাথায় দুটো বিমাল তোড়ন। অবাক তো হতেই হবে। সারা দেশের আইন হঠাৎ কঙ্বাজারে রহিত হলো। কেনো? তাও আবার তিনদিন নাকি এখানে ঐ জলপাই কঠোর আইন রহিত থাকবে।
পথিকের অবাক হওয়ার মাঝে ভাটা পড়তে দেরি লাগলোনা। মাথার মধ্যেই তো কারন আছে। জানে তো সে আজ না সকালে কক্সবাজারে মাননীয় প্রধান উপদেষ্টা এসেছিল। আজ না সকালে তিনি উদ্বোধন করলেন ব্যয়বহুল সার্ক র্যালির এই কক্সবাজারে মাঠে। কিছু কিছু মানুষ থাকে যাদের পদক্ষেপে পুরো পরিবেশ ই পাল্টে যায় , মেঘে সরে যায় আর সাময়িক আইন!
কক্সবাজারে পুরো দেশের মধ্যে সবচেয়ে দর্শনীয় স্থান সবাই জানে।
এখানে অনুষ্ঠান , দূর দূরান্ত থেকে সংশ্লিষ্ঠ সবাই ছুুটে এসেছে আমন্ত্রিত হয়ে হয়ে। লাইভ টেলিকাষ্ট হলো। সেই সূত্রেও এসেছ নানা রথি মহারথী। এত এত রথি মহারথি ঘুরবে , বার্মিজ দ্রব্য কিনে কিনে ঘর সাজাতে নিয়ে যাবে , দোকান পাট সাতটায় বন্ধ করলে কি আর হয়। এই সহজ সরল কথা বুঝতে পারেনা পথিক প্রথম চিন্তায়।
বুঝবে কি করে রাস্তায় নেমেই তো আলোর ঝলকে চিন্তা কিছুক্ষণ ঝাপসা হয়ে গিয়েছিল।
পথিক ঘরে ফিরতে ফিরতে ভাবে, তার ভাবতেই ভাল লাগে ....দেশ এগিয়ে যাচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।