আমাদের কথা খুঁজে নিন

   

= বাঁকা চোখের আঘাত

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

পক্ষাঘাত মানুষকে বাধ্য করে উগ্রতায় অথবা জন্ম থেকেই অসম্পূর্ণতা যে যাই বলো হে সুসম্পূর্ণ, চিন্তনে, উপহাসে 'কারণ' এখানে বক্রদৃষ্টি, কখনো কি ভেবেছ তা? আপনাবর্তে বিরাজ করতে এই ধরণীর পরে কে না চায় বলো; পরিপূর্ণ সম্মানে? না চাইতে যা পাইনি অথবা হারিয়েছি অকালে তবুও একথা সত্য যে মোরা বেঁচে আছি মহাকালে। কি অপরাধে বলো হানছো আঘাত, কি এমন বলো এনেছি ব্যাঘাত দৃষ্টিতে তোমাদের? কখনো দয়ায়, কখনো ঘৃণায়, কখনো বা উচ্ছাসে অবজ্ঞা, অবহেলা আর সামাজিকতার সকাশে বাঁকা চোখে দেখছ আমাদের। কবি বলেছিলঃ "বাঁকা হাসির চেয়ে নির্মম কিছু নেই", বলবো এক্ষণেঃ বাঁকা চাহনির চেয়ে বড় কোন কষাঘাত কিছু নেই। ০৪.০৩.২০০৭ মদীনা মুনওয়ারা, সৌদি আরব। ছবির জন্য !@@!562293 যেখানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।