দলের গুরুত্বপূর্ণ সদস্যকে ফিরে পেয়ে আনন্দিত বার্সার কোচ জেরার্দো মার্তিনো। তিনি বলেন, “দল অধিনায়ককে ফিরে পাচ্ছে আর আমরা পাচ্ছি আমাদের সেন্টার-ব্যাককে। ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম।”
চোট থেকে সেরে ওঠার জন্য গত মার্চে ডান হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয় পুয়োলকে। গত ১১ মাসের মধ্যে সেটা ছিল তার দ্বিতীয় অস্ত্রোপচার।
গত জুলাইয়ে বার্সার কোচের দায়িত্ব নেয়ার পর মার্তিনো দলের রক্ষণভাগের দুর্বলতা কাটানোর জন্য চেলসির ডেভিড লুইজকে কিনতে চেয়েছিলেন। কিন্তু তাতে সফল হননি।
চোট কাটিয়ে পুয়োলের মাঠে ফেরা মার্তিনোর জন্য তাই বিরাট স্বস্তি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।