আমাদের কথা খুঁজে নিন

   

আজ 13 মার্চ- স্বজন হারাবার দিন...

আমার এলোমেলো ভাবনা গুলো বড্ড বেসামাল

আজ 13 মার্চ- স্বজন হারাবার দিন। 2004 সালের এই দিনে তারুণ্যের উন্মাদনায় একদল তাজা তরুণ নেমেছিল ফেনিল সাগরে। নিজ হাতে ছুঁয়ে দেখবে বলে নেমেছিল সাগরের সুনীল জলে। কিন্তু... জলদেবী ওদেরকে গ্রাস করল- নিষ্ঠুর মৃতু্য ওদেরকে দূরে সরিয়ে দিল- স্বজন হারা করল আমাদের। খুলনা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট এর স্থাপত্য ডিসিপ্লিনেরএকদল তরুণ দল বেঁধে গিয়েছিল সমুদ্রকন্যা সুন্দরবন দেখতে।

কটকা সৈকতে ওরা নেমেছিল অবগাহনে। এতগুলো মেধাবী তরুনের লালসা সামলাতে পারেনি জলদেবী। ওদের সাথে মিলনের তাড়নায় ওদেরকে ভাসিয়ে নিয়ে যায় অতলে। হারিয়ে যায় অপু, বাকি, কুশল, রুপা, ণিপুন, শুভ, কাউসার, সামিউল, তোহা, রাসেল। ওরা ফিরে আসেনি আজও।

আমরা প্রতীায় আছি- ওরা আসবে, হাজারো স্থপতি হয়ে... [আরও জানতে http://www.kad.m-i-d-i.co.uk/KADkotka.htm] ছবি: 1। সর্বনাশা কটকা সৈকত 2। মৃতু্য থেকে 10 মিনিট দূরে 3। ওদের স্মরণে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।