আমাদের কথা খুঁজে নিন

   

1 এর নামতাঃ যারা বাংলার ইতিহাস নিয়ে মিথ্যাচারে লিপ্ত



এক একে এক........... মিথ্যা কথা বাদ দিয়ে সব সত্যি কথা লেখ। দুই একে দুই.......... তোদের এসব মিথ্যাচারে খুব্ধ আমি হই। তিন একে তিন........... বাংলা স্বাধীন করলো যারা তাঁদের কাছে ঋণ। চার একে চার............ রাজাকারের গুন গাবিতো বাংলা তোরা ছাড়। পাঁচ একে পাঁচ........... স্বাধীনতার রক্ত ঋণের অগি্ন শপথ আজ।

ছয় একে ছয়............. তোদের ষড়যন্ত্রে মোরা পাইনা কোন ভয়। সাতে একে সাত............. সোনার বাংলার মানুষ পাবে দু বেলা মাছ ভাত। আট একে আট.............. নাইকো দেরী খুব সহসা চুকবে তোদের পাঠ। নয় একে নয়................ বাংলা প্রেমি এক হয়েছি করবো সবি জয়। দশ একে দশ................. গোলাম আযম শাস্তি পাবে নামবে তোদের ধস।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।