সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার
- আমি যখন বসে থাকি, তখন আমি বসেই থাকি
- আমি যখন উঠে দাঁড়াই, তখন আমি উঠেই দাঁড়াই
- আমি যখন হাঁটি, তখন আমি হাঁটিই
- আমি যখন কথা বলি, তখন আমি কথাই বলি।
জানালেন একজন চৈনিক দার্শনিক। শ্রোতারা সন্তুষ্ট নন। একজন জানতে চাইল, আপনি এছাড়া কি করেন?
একই উত্তর দার্শনিকের।
- আমি যখন স্থির থাকি, তখন আমি স্থিরই থাকি
- আমি যখন উঠে দাঁড়াই, তখন আমি উঠেই দাঁড়াই
- আমি যখন হাটি, তখন আমি হাটিই
- আমি যখন কথা বলি, তখন আমি কথাই বলি।
- এ তো আমরাও করি। আপনি তার চাইতে আলাদা কি করেন তা বলুন?
জানতে চাইল অধৈর্য শ্রোতারা আবার। দার্শনিক একটু হাসলেন। বললেন, তোমরা একেবারেই তা কর না।
- তোমরা যখন বসে থাক, তখন তোমরা উঠে দাঁড়াও
- তোমরা যখন উঠে দাঁড়াও, তখন তোমরা হাঁট
- তোমরা যখন হাট, তখনই তোমরা লক্ষে পৌছে যাও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।