আমাদের কথা খুঁজে নিন

   

আজ নয় গুন গুন গুঞ্জন প্রেমের

আমার লেখায় আমি

আজ নয় গুন গুন গুঞ্জন প্রেমের চাঁদ ফুল জোছনার গান আর নয় ওগো প্রিয় মোর খোল বাহুডোর পৃথিবী তোমারে যে চায় আর নয় নিস্ফল ক্রন্দন শুধু নিজের স্বার্থের বন্ধন খুলে দাও জানালা আসুক সারা বিশ্বের বেদনার ক্রন্দন ধরনীর ধুলি হোক চন্দন টিকা তার মাথে আজ পরে নাও ।। কার ঘরে প্রদীপ জ্বলেনি কার বাছার অন্ন মেলেনি কার নেই আশ্রয় বর্ষায় দিন কাটে ভাগ্যের ভরসায় তুমি হউ একজন তাদেরই কাঁধে আজ ভার তার তুলে নাও ।। গানটা পাওয়া যাবে [লিংক=যঃঃঢ়://মধধহধিষধ.পড়স/রহফবী.ঢ়যঢ়?রৎবভ=34395155]এইখানে[/লিংক] এই গানটা ইদানিং অনেক শোনা হচ্ছে । অদ্ভূত সুর গানটার । শুনলেই কেমন একটা ব্যালেড টাইপ ফিল আসে । লিরিকস টা বেশী জোস । আই উইশ আমিও এমন লিরিকস লিখতে পারতাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।