মাঝে মাঝে নি:সঙ্গতা গ্রাস করে আমায়, জীবনের মানে খোঁজা তখন আমাকেই মানায়
একটি ছেলে, মেঘে ঢাকা আকাশের নীচে
নির্জন সৈকতে বসে, ভাবছে কি জন্যে সে এখনো বেঁচে ।
বসে বসে সে জীবনের হিসেব মেলায়
বারে বারে হিসেবগুলো ভুল হয়ে যায়
প্রকৃতি মেতে উঠেছে কোন এক কঠিন খেলায় ।
এরই মাঝে মেঘগুলো হয় ভারী, আকাশ অন্ধকার
তখনি ঠিক করে সে, মৃতু্যর কাছে মেনে নেবে হার ।
হঠাৎ করে কালো আকাশ জুরে
ডানা মেলে যায় উরে
একটি শঙ্খচিল
এযেন তার মনের গভীরে, ছুঁড়ে মারা কোন ঢিল ।
তখন তার ভেতর থেকে, কে যেন বলে ওঠে -
আমার কি ইচ্ছে করে না, মুক্ত বিহঙ্গের মত বেরাই উড়ে ?
মরে যাবার ইচ্ছে তখন, তার যায় যে মরে ।
আকাশ ভেঙে বৃষ্টি নামে
আবার সব তার পরে মনে
ভাবতে থাকে, কি পাপ তার জীবনে
কিন্তু স্মৃতিগুলোও যেন প্রতারণা জানে ।
আবার সে যায় যে দমে
এই জীবনের কিইবা মানে
নির্জন সৈকত তো নির্জন-ই থাকে
সে-ও কি আশা করেছিল কাউকে?
ভাবছে বসে-
সবাই তো জীবনটাকে করেছে আপন
জীবন তাদের কাছে রংধনুর রঙ ।
সময়ের বিবর্তনে বিবর্তিত তারা
নাকি বদলে গেছি আমি
হতে পারে, আমি-ই তো দিশেহারা ।
এতকিছুর মাঝেও একজন, বুঝেছিল তার মন
দিয়েছিল তার হাত, হোক সে অল্পক্ষণ ।
কিন্তু আজ সে একা, নেই কোন পিছু টান
ধরবেনা হাত কেউ এতিম ছেলেটার
ভাঙবে না অভিমান ।
ছেলেটা এখন দৃঢ়, আজ সে মরবেই মরবে
চোখের জল তার শেষ সম্বল
তাও আজ শুকিয়ে, কি নিয়ে সে বাঁচবে?
এমনি সময়ে, ওই দূর সমুদ্রে
পাল মেলে দেখা দেয় একটি জাহাজ
মেঘের ফাঁক দিয়ে আসা, একফালি রেীদ্রে
খুলে যায় তার, মনের একটি ভাঁজ ।
তখন তার ভেতর থেকে, কে যেন বলে ওঠে
আমার কি ইচ্ছে করে না, জগৎটা দেখি ঘুরে ?
মরে যাবার ইচ্ছে তখন, তার যায় যে মরে ।
হঠাৎ সে আবিষ্কার করে, নির্জন সৈকত আর নয় নির্জন
দাঁড়িয়ে আছে ওই, দূরে একজন ।
সেই মেয়েটি, মায়াভরা দুনয়ন
অপলক তারা চেয়ে অনেক্ষন ।
এতদিনে পৃথিবী তার, হয় অর্থময়
মরতে নয়, আজ সে বেঁচে থাকতে চায় ।
হিসেবগুলোও আজ তার, ঠিক মিলে যায়
জানতো না সে, এই হিসেবেরও ভাগশেষ রয় ।
নিষ্ঠুর নিয়তি তার- পর্বতাকার ঢেউ
সমুদ্রের বিশালত্ব(!) গ্রাস করে তাকে
আসার আগেই কেউ ।
প্রকৃতি মত্ত এক নিষ্ঠুর খেলায়
হারিয়ে যাবার আগে সে
শেষ হিসেবটা মেলায় ।
কিন্তু ছেলেটির শেষ হিসেবও মেলে না ।
কেন তার সাথে এত ছলনা?
শুকিয়ে যাওয়া চোখে, এখন কেন জল?
কেনই বা কালো আকাশ, রেীদ্রে হাস্যোজ্জল ?
মরতে চেয়েও কেন সে মরে না ?
আর আজ যখন বাঁচতে চেয়েছিল, প্রথমবারের তরে
কেনই বা এই প্রতারণা?
মরবার ইচ্ছে তো তার, গিয়েছিল মরে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।