আমাদের কথা খুঁজে নিন

   

'ক' মনের দুঃখে ফ্যাইটা 'ফ' হইচ্ছে

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

সে মেলকাল আগের কথা । তখন রাজাবাদশার আমল শেষ । তবে জমিদার প্রথা তখনও চালু ... এমন এক জমিদার একপুত্র ধরেন...নাম তার তাপস।

তাপস পিতার মৃতুর পর কমবয়সেই জমিদারী পেয়ে গেল । এরমাঝে সে দেখা পেল এক সন্ন্যাসীর , সন্ন্যাসী তার ভাগ্য গণনা করে বলল তার মৃতু্য হবে কাশীতে ........ আর যায় কোথায়......সে তার খেয়াল খুশি মতন চলতে থাকলো......দিনকে রাত আর রাতকে দিন বানাতো তার ইচ্ছে মতন। কেননা মৃত্যু যদি কাশিতেই হয় তাহলে যাইচ্ছা তাই করলে দোষ কি ...মরার আগে ইশ্বরের কাছে ক্ষমা চেয়ে পূণ্য স্নান দেবে । কিন্তু ঘটনা ঘটল অন্য ..... জমিদারৗর বারোটা বাইজা গেছে ততদিনে জমিদার পুত্রের ভেলকিবাজিতে তাপস বাবাজির দিন শেষে ব্রিটিশ পুলিশ হাতে ধরা পইরা বিচার শুরু হলো এবং বিচারে ফাসির রায় হলো ................ জমিদার পুত্রতো আকাশ থেকে পড়ল এমন তো হবার কথা ছিলনা ?? তার শেষইচ্ছে জিঞেগস করা হলো ....জমিদার পুত্রে ঐ সন্ন্যাসীর সাথে দেখা করবে ,ব্যবস্থা হলো ...........জমিদার পুত্রের প্রশ্ন এমন তো হবার কথা ছিলনা । তুমি তো বলেছিলে আমার মৃত্যু হবে কাশিতে অথচ.............. সন্ন্যাসী হাত জোড় করে বলে হজুর তাই তো হচ্ছিল কিন্তু আপনার এমন ভেল্কিবাজি দেইখা 'ক' মনের দুঃখে ফ্যাইটা 'ফ' হইচ্ছে ।

ভাই গল্প লেখার প্র্যাকটিস করতেছি ..........কোন কিছুর সাথে মেলানোর চেষ্টা অবান্তর । কেননা এখন আর সে রামও নাই অযোধ্যাও নাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।