আমাদের কথা খুঁজে নিন

   

। । 'ডানা ভাংইগা পড়লাম আমি বৈদেশের উপর ' । ।

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

[গাঢ়] প্রিয় ' চোর' কে উৎসগর্ীকৃত [/গাঢ়] ---------------------- [লিংক=যঃঃঢ়://িি.িধ-নধহমষধফবংয.পড়স/নধহমষধঢ়বফরধ/ঐঞ/ঈথ0252.যঃস] নির্মলেন্দু চৌধুরী [/লিংক] ছিলেন সুনামগঞ্জের জমিদারপুত্র । আর কলকাতায় গিয়ে তিনি জগৎ জয় ও করেছিলেন, লোক সংগীতের এই রাজা উপাধি পেয়েছিলেন [গাঢ়] সুরমা গাঙ্গের গাংচিল [/গাঢ়] তবু 'দেখার হাওড়' এর আদিগন্ত বিস্তার পিছুর ছাড়েনি তার । এতো খ্যাতি, এতো অর্জন তবু মনে হতো নগর কলকাতায় তাঁর [গাঢ়] ডানা ভেংগে পড়া [/গাঢ়] আমরা কেউ (অন্ত:ত আমি ) জমিদারপুত্র নই , জগৎ জয় করা র কোনো মহৎ লক্ষ্য ও আমাদের নেই । কেবল বেঁচে থাকার প্রয়োজনে , একটু ভালো করে বাঁচা, একটু বেশী রোজগারের জন্য ছুটে আসা পাসপোর্ট ভিসার দুরত্বে । নির্মলেন্দু চৌধুরী খুব স্মৃতিকাতর হতেন হাওরের পানি, তাজা মাছ, জলের বুকে ডানা মেলা হিজল গাছ, হবিগঞ্জের জালালী কইতর, সুনামগঞ্জের কোরা' র জন্য । ফেলে আসে মানচিত্রে আমাদের তেমন উল্লেখযোগ্য কোনো সুখ স্মৃতি নেই । বরং এখানে উপচে ভরা খাবার, আরো বেশী নীল আকাশ, আরো বেশী সজীব নি:শ্বাস, চারপাশে সব আনন্দময় মানুষ জন । তবু, তবু কি এক আর্শ্চয্য বিপন্নতা । তবু কেবলই মনে হয়, মনে হতেই থাকে [গাঢ়] ডানা ভাংইগা পড়লাম আমি বৈদেশের উপর [/গাঢ়] ****************************************** [গাঢ়] নির্মলেন্দু চৌধুরী [/গাঢ়] র [লিংক=যঃঃঢ়://িি.িবংহরঢ়ং.পড়স/ফড়প/8প7673নব-20ভ0-4240-9ন0ব-ধ6ফ58নভ2328ব/ঐড়নরথএধহমবৎ] এই গানটা শুনা জরুরী [/লিংক]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।