যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে
ভ্রমন মুসাফির স্টাইলে।
যেখানে সেইখানে ঘুমানো যাগো ধাতে সয় তারা আইবেন, বাকিরা ট্রেন স্টেশনে সি অফ কইরা বিদায় নিবেন।
রাস্তার পাশের রেস্টুরেন্টে খাইলেও যাগো পেট আপত্তি করে না তারা ঠিকাছে, নাইলে পুরা সফরে টিফিন ক্যারিয়ার বহন কইরেন নিজ দায়িত্বে। মুসাফিরগো দামী হোটেলে খাওনে গুরুর নিষেধ আছে।
সফর পরিকল্পনা এখনো মাথায়।
এনার্জেটিক বাই বর্ন আয়োজকেরা দায়িত্ব লইলে সুবিধা হয়। আয়োজকগো লেইগা টোকেন অফ এ্যাপ্রিসিয়েশন থাকনের তীব্র সম্ভাবনা।
এমন মানব জনম আর কি হবে, মন যা করো ত্বরায় করো এই ভবে। ভ্রমনডা জলদি করতে হইবেক। অফিস ওয়ালারা ছুটির ধান্দা খাড়া করেন।
ভালো কথা, 1 রাইত 2 দিন কিন্তু বাড়তে পারে। ট্রেন জার্নির ভিতরে আরেক রাইত ভইরা দেওন লাগতে পারে। ক্যামনে কি পরে ঠিক হইবো নে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।