জীবনের গল্প বলে যাই গল্পের মতো করে...
ব্রায়ান লারা ও সৌরভ গাঙ্গুলী। নব্বই দশকের ক্রিকেটে অন্যতম সেরা প্রাপ্তি। দশ হাজারী কাবের এ দুজন এবারই হয়তো জীবনের শেষ বিশ্বকাপ খেলে ফেলবেন। একজন দীর্ঘদিন থেকে নিয়মিত ফর্মে নেই। অন্যজন কোচ ও বোর্ডের প্রতিহিংসা ও ফর্মহীনতায় দলের বাইরে ছিলেন দশ মাসেরও বেশী সময়। তারপর আপন মহিমায় শুধু দলেই জায়গা করে নেননি। এবারের বিশ্বকাপে ভারত যে দু'তিনজনের দিকে তাকিয়ে আছে তাদেরই একজন সৌরভ গাঙ্গুলী।
গতকাল ওয়েস্ট ইন্ডিজের মন্টেগো বে হোটেল লবিদে দেখা হয়ে যায় ক্রিকেটের দুই মহাতারকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।