এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ
সেপাই থেকে জেনারেল, সবাই এক সঙ্গে চিৎকার করে বলে ওঠে 'চির উন্নত মম শির'। আমিতো অবাক। সেকি, এক হাবিলদারের কবিতার লাইন চিৎকার করে বলছেন এক লেফট্যানেন্ট জেনারেল। এতো একেবারেই শৃংখলা ভঙ্গের ঘটনা। একবার বিএমএতে থাকতে প্ল্লাটুন কমান্ডারের কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, স্যার, ডোন্ট ইউ ফিল শেম শাউটিং আ হাবিলদার্স সঙ্িচ? ক্যাপ্টেন সাইদ কটমট করে আমার দিকে তাকান। আমিও তার চোখের দিকে চেয়ে থাকি। তার চোখে ইগো ক্রাইসিস। চিৎকার করে বলে উঠলেন, শাউট ইট থাউজেন্ট টাইমস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।