আমাদের কথা খুঁজে নিন

   

উয়ারী-বটেশ্বর শেকড়ের সন্ধানে

প্রত্নতত্ত্ব, ঐতিহ্য , সংস্কৃতি, ইতিহাস, শিল্পকলা, জাতিতত্ত্ব

আড়াই হাজার বছরের পুরনে া সভ্যতার কেন্দ্র উয়ারী বটেশ্বর। গ্রিক ভূগোলবিদ টলেমি যে সৌনাগড়ার কথা বলেছেন, বীর আলেক্সান্ডার যে গঙ্গাঋদ্ধি সাম্রাজ্যের কথা শুনে বাংলায় আক্রমণ না চালিয়েই ফিরে যান- এখন মনে করা হচ্ছে সেই অঞ্চলটিই এই উয়ারী-বটেশ্বর। টলেমি আর আলেক্সান্ডারের ইতিহাস এখনও প্রমাণ করা যায়নি, কিন্তু এখানে যে আড়াই হাজার বছর আগে একটি সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠেছিল, তা প্রমাণিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষাথর্ী আর গ্রামীণ ফোনের স্বেচ্ছাসেবক দলের সদস্যরা গত আড়াই মাস ধরে এখানে প্রত্নতাত্তি্বক খনন চালিয়ে যাচ্ছেন। প্রত্নতাত্তি্বক গবেষণা একটি জটিল, সময়সাপেক্ষ, পরিশ্রমসাধ্য, ব্যয়বহুল এবং যৌথ প্রয়াস-ভিত্তিক কাজ। প্রত্নতাত্তি্বক গবেষণার ল্যে অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমানের উদ্যোগে গঠিত হয় প্রত্নতাত্তি্বক গবেষণা কেন্দ্র ঐতিহ্য-অন্বেষণ। এখানকার প্রত্নতাত্তি্বক খনন আর খননে কী পাওয়া গেল, তা আপনাদের জানাবো আগামী পোস্টে। তার আগে আপনাদের কাছে জানতে চাইছি, এ বিষয়ে আপনারা কী জানতে চান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।