নিজের পরিবর্তন এবং দেশের পরিবর্তন
সুজন-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এখন আমেরিকাতে অবস্থান করছেন। তিনি প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে একটি ইন্টারনেট/টেলিফোন সংলাপে বসবেন। প্রবাসী যারা 'সুজন-সুশাসনের জন্য নাগরিক' সম্পর্কে জানতে আগ্রহী তারা নিম্নোক্ত সময়ে ডায়াল করুন।
টেলি-কনফারেন্স সময় এবং তারিখ:
বাংলাদেশ সময়: সকাল ৭টা, ৫ মার্চ
আমেরিকা সময়: রাত ৮টা, ৪ মার্চ
জাপান সময়: সকাল ১০টা, ৫ মার্চ
লন্ডন সময়: রাত ১টা, ৫ মার্চ
টেলিফোন নাম্বার সমূহ
ইউএসএ: ১-৬০৫-৪৭৫-৮৫০০ ইউরোপ: বেলজিয়াম: ০৭০ ৩৫ ৯৯৮৭, ফ্রান্স: ০৮২৬ ১০০ ২৭৫, জার্মানী: ০১৮০৫ ০০ ৭৬৪৬, আয়ারল্যান্ড: ০৮১৮ ২৭০ ০৩২, ইটালী: ০৮৪৮ ৩৯০ ১৭২, সুইজারল্যান্ড: ০৮৪৮ ৫৬০ ১৫২, যুক্তরাজ্য: ০৮৭০ ৭৩৮ ০৭৬০
কনফারেন্স রুম নাম্বার: ৫১৫১ ৬৪৯
স্কাইপ: +৯৯০০৮২৭৫১৫১৬৪৯ (ফ্রি)
[লিংক=][www.shujan.org/লিংক]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।