আমাদের কথা খুঁজে নিন

   

ড. ইউনূসকে কয়েকটি প্রশ্ন

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

1) আপনি কি নিজেকে মানবতাবাদী বলে মনে করেন? 2) আপনি কি মানবাধিকার লঙ্গঘনবিরোধী? 1 ও2 নং প্রশেম্নর উত্তর যদি 'হঁ্যা' হয় তাহলে 3) 2001-এর নির্বাচনের পর থেকেই সংখ্যালঘু সমপ্রদায় ও আওয়ামী লীগের কর্মীদের ওপর যে ধরনের অত্যাচার-নির্যাতন ঘটেছে (জোট সরকারের পাঁচ বছরেই চলেছে) এবং 2005-এর 21 আগষ্ট ঘটনার পর এর প্রতিবাদ একটি শব্দ ও উচ্চারণ করেননি কেন? 4) নোবেল পাওয়ার পর রাষট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের দেওয়া সংবর্ধনায় আপনি কোন বিবেচনায় তাকে 'এ +' দিলেন? 5) আপনি বলেছেন যে, আপনি নিষ্ক্রিয় রাষট্রপতি নয়, প্রধানমনত্রী ছাড়া আর কিছু হবেন না, আপনার এ বাসনা থেকে কি এটাই প্রমাণ হয় না যে, আপনি আসলেই ক্ষমতালোভী? 6) ফুলবাড়ীর ঘটনায় আপনি কার পক্ষ নেবেন? 7) আপনি কি ফুলবাড়ীর কৃষি জমি ধ্বংস করে ও কয়েক হাজার কৃষককে উচ্ছেদ করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পক্ষপাতী? 8)আপনিই কি হ্যারি কে টমাসের সেই তৃতীয় শক্তি? 9)মার্কিন কংগ্রেসম্যান সটিভ চ্যাবটের সঙ্গে ভোজের আলোচনার আসল বিষয়বস্তু কী ছিল জানাবেন কি? 10)আপনি গভীর সমুদ্রে মেগা বন্দর স্থাপন করতে চান। কিন্তু লোকজন বলে সেই বন্দরটি আপনি মার্কিনিদের হাতে তুলে দিতে বদ্ধপরিকর? 11) শোনা যায় ক্লিনটন ফাউন্ডেশনে আপনি(গ্রামীণ ব্যাংক) অনেক টাকা দান করেছেন, সত্য কি? কত টাকা? (জনশ্রুতি বলে, পঞ্চাশ হাজার ডলার!) এই টাকা কি বাংলাদেশের দরিদ্র নারীদের নয়? 12) মৌলবাদ ও জঙ্গিদের ব্যাপারে আপনার অবস্থান কি? 13) আপনি কি জেনেভা কনভেনশন অনুযায়ী বাংলাদেশের যুদধবিরোধীদের বিচারের পক্ষপাতী? 14) আপনি কি জানাবেন, গ্রামীণ ব্যাংকের কার্যকলাপের কারণে ঋণগ্রহীতাদের মধ্যে কতজন আত্দ্মহত্যা করেছে ও কতজন সর্বশান্ত হয়েছে? 15) রাজনীতি না করে ও সুদের টাকা আর লগি্ন না করে আপনি নিজে সত্যকার সমাজকল্যাণ কীভাবে করবেন তার পরিকল্পনা প্রকাশ করবেন কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।