আমাদের কথা খুঁজে নিন

   

দোহার-এর দেহতত্ত্বের গান: 'রূপসাগরে' ও অনলাইনে সন্ধান

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

থ্যাংকস টু শ্যাজা, কোলকাতা থেকে দোহার নামের ভিন্ন আঙ্গিকের এক গ্রুপের গান শোনা ও বয়ে আনার সুযোগ হলো। মুঠোভরে ক্যাসেটগুলো শ্যাজাই উপহার দিলো। একটা পছন্দের ক্যাসেট অবশ্য ওর বাড়ি থেকে শেষ মুহুর্তে হাইজ্যাক করা হয়েছে। প্রিয় গানগুলোর ভিতরে একটা হলো দোহারের 'রূপসাগরে' ক্যাসেটের গান। গানটার শিরোনামও রূপসাগরে।

[গাঢ়]রূপসাগরে [/গাঢ়] তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর মেলে না। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি, মনে করি, ধরতে গেলে আর মেলে না। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইলো না। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন, আর নেভে না।

আমার বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। পথিক কয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে বিরলে বসে করো যোগসাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি, মনে করি, ধরতে গেলে আর মেলে না। কথাগুলো সুর ছাড়া পড়তে খুব সাদামাটা লাগলেও বাউল আঙ্গিকের সুরে শুনতে অসাধারন (যদি বাউল গান ভালো লাগে)।

যেহেতু ক্যাসেট এনেছি তাই এমপিথ্রি শেয়ার করা যাচ্ছে না। ভাবছি লাইন ইন জ্যাক দিয়ে রেকর্ড করবো, কিন্তু লাইন ইন জ্যাক বাড়িতে খুজে পাচ্ছি না। কেউ যদি দোহারের গানের অনলাইনে এমপিথ্রির সন্ধান জানেন, প্লিজ লিংক জানাবেন। অনেকটা সময় বেঁচে যায় তাহলে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।