বাসা থেকে অফিস আসার পথে বেশীরভাগ দিন দোতলা বাসেই আসি। তো একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বাসে উঠেছি, সিট পাইনি তাই দাড়িয়ে ছিলাম। বাস চলন্ত অবস্থায় ঠিক সামনে বাসের বডিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংগঠনের সভাপতির দেয়া ম্যাসেজ বাস ব্যবহারকারী সাধারন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে।
তো অলস মস্তিষ্ক -কে আর অলস থাকতে না দিয়ে দাড়িয়ে দাড়িয়ে পুরো ম্যাসেজটি পড়লাম। সত্যি আশ্চর্যের বিষয় পুরো লেখাটিতে সাধু চলিত মিশ্রণে ভরপুর। যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এত বড় বিদ্যাপীঠে পাঠ করেও এরকম একটি ভূল করতে পারে! এতে প্রতিবাদ জানানোর মত কিছু নাই, তাই বলে কিছু না বললেও নয়। তাই ওই কাগজের উপর লিখে রেখে আসলাম
"সাধু চলিত মিশ্রণে গুরুচান্ডলী দোষে দুষ্ট পত্রটি, দয়াবর্শত অবলোকন করিয়া উক্ত পত্রের বাক্যগুলি সংশোধন করিয়া আপনার মান যাচাইয়ে উত্তর্ীণ হইবেন"
কিছুদিন পর আবার ওই বাসেই ভ্রমন করার সময় নজরে পড়ল ওই পত্রটির দিকে, সেখানে নীচে লেখা আছে "তোরে পাইলে .................................. ইত্যাদি ইত্যাদি" অনেক খারাপ কিছু
যাই হোক এ লেখা নিশ্চয় সভাপতি সাহেবের নয়, তবে কোন উন্নত মস্তিষ্ক সম্পন্ন মানুষ্য পদেরও নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।