আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ২২৩ (আমার লেখালেখির পথে আমি একা নই)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! অনেক দিন ধরে লিখছি, একটা সময় আমি ছিলাম একলা পাঠক। মাঝে মাঝে দু'একটা কালেভদ্রে লেখা ছেপে যেত খুব ভালোই লাগত। আজকাল তেমন একটা লেখা পাঠানো হয় না, তাই জং পড়ে গেছে। আজকাল জঞ্জালের কোন মূল্য নেই। চাই চকচক করতে শাণিত লেখা।

আমি অনেক দিন ধরে একা লিখে ক্লান্ত হয়ে গেছি। আমার একসময়কার লেখালেখির সঙ্গী ছিল আমার নানু। আমার নানু লিখতেন আমাকে পড়ে শোনাতেন তার অপ্রকাশিত কবিতাগুলো আমি ছিলাম মুগ্ধ শ্রোতা। আমি অবাক হয়ে শুনতাম সহজ সাবলীল কবিতার লাইনগুলো। নানু মারা গেলে ১৯৯৯ সালে আর আমি হারালাম সাহিত্য সঙ্গী।

আর লেখালেখির ভাবনা খেলায় কেউ থাকলো না। অনেকদিন একা লেখার পথে আমি আজ জানতে পেলাম আমার বোন লিখছে। অথচ আমি কোনদিন জানতাম না ওর ভিতর লেখালেখির পাগলামীপনা লুকিয়ে আছে আমি খুব উচ্ছ্বাসিত ওর লেখা পড়ে আমার গর্বে বুকটা ভরে গেল। আমার মনে হল আমি আবার প্রাণ ফিরে পেলাম। আজ প্রথম আলোতে আমার বোনের লেখা ছাপা হয়েছে।

আমি খুব উল্লাসিত। সেই লেখাটি এখানে httpView this link পাবেন। ২০ই জানুয়ারী,২০১৩ -------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২২৩/৩৬৫ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।