এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই
সম্মানিত ব্লগার ত্রিভুজ, অনেকেই যাকে আদর করে রামছাগল ডাকেন । আমার অবশ্য তার প্রতি অতো আদর নাই , তাই তাকে ছাগল ও ডাকিনা ।
এই ভদ্্রলোক ক'দিন আগে তার ব্লগে 'খোদাদ্্রোহী'র একটা তালিকা করেছিলেন । আমার নাম ও সেই তালিকায় ছিলো । কয়দিন পর পর তার তালিকা বাননোর বাই উঠে মাথায় ।
তালিকাবাজ ত্রিভুজ!
যাহোক, আজ এক পোষ্টের মন্তব্যে ভদ্্রলোক আমাকে আবার ' অমুসলিম' ঘোষনা করলেন । অবশ্য ত্রিভুজ কেনো কাবা শরীফের বড় হুজুর ও আমাকে ' অমুসলিম' ঘোষনা করলে আমার কিছু যায় আসেনা । স্রষ্টা আমাকে কোন ধমর্ীয় পরিচয় দান করবেন , সেটা ত্রিভুজ বা কোনো খলিফার সাথে আলোচনা করে স্থির করেছিলেন বলে জানা নেই ।
আর আমাকে আমার ধমর্ীয় পরিচয় থেকে খারিজ করার খিলাফতি ও স্রষ্টা কাউকে দিয়েছেন, সেটা ও এখনো জানিনি ।
[গাঢ়]
তাই, ঠিক কোথায় আমি নিজেকে অমুসলিম দাবী করেছি যার ভিত্তিতে ত্রিভুজ আমাকে ' অমুসলিম ' ঘোষনা করলেন, সেই প্রমান বোধ হয় আমি ত্রিভুজের কাছে চাইতেই পারি ।
[/গাঢ়]
এ ছাড়া ব্লগের ইসলামী চিন্তাবিদ যারা আছেন তারা দয়া করে জানান, এভাবে কাউকে 'খোদাদ্্রোহী' 'অমুসলিম' ঘোষনা করা কতোটুকু ইসলামসম্মত ?
ত্রিভুজ যদি প্রমান করতে না পারেন, তাহলে ক্ষমা চান ।
আমার কাছে দরকার নেই ।
আপনার স্রষ্টার কাছে ক্ষমাপ্রার্থনা করুন । যে অধিকার একমাত্র তাঁর, সেই অধিকার আপনি চর্চা করা শুরু করেছেন ।
নিশ্চয়ই তিনি পরম করুনা ময় ।
আর আপনার প্রতি আমার ক্ষোভ প্রশমিত হলো এই মাত্র সুরা বনি- ইসরাইলের আয়াত 84 পড়ার পর:
[গাঢ়] 'প্রত্যেকেই নিজ স্বভাব অনুযায়ীকাজ করে থাকে, কিন্তু তোমার প্রতিপালকই ভালো জানেন কে পথের হদিস পেয়েছে' [/গাঢ়]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।