এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই
[গাঢ়]
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর একজন ,শিক্ষাগত যোগ্যতা গোপন করে আদমজী জুট মিলে কাজ নিলো বদলী শ্রমিক হিসেবে ।
শ্রমিকদের সাথে কাজ, আড্ডা,শ্রমিক কলোনীতেই তার বাস । আর উদ্দেশ্য তার অধিকারবোধ জাগিয়ে তোলে শ্রমিকদের দিনবদলের চেতনায় সংগঠিত করা ।
[/গাঢ়]
না কোন মহৎ উপন্যাসের চরিত্র নয় ।
এ আমাদেরই একজন ।
একজন তাজুল ।
কমরেড তাজুল ইসলাম ।
শ্রমিকনেতা কমরেড তাজুলকে 1984 সালের মার্চের এই দিনে পিটিয়ে হত্যা করেছিলো সরকারের পেটোয়া বাহিনী ।
রাষ্ট্র তাজুলদের বাঁচতে দেয়না, যে তাজুল শ্রমিকের অধিকার আদায়ের জন্য নিজেকে উৎসর্গ করেছিলো ।
রাষ্ট্র দুধকলা দিয়ে পোষে বাকের, ফিরোজ মিয়াদের - যারা শ্রমিকের নাম ভাঙিয়ে পা চাটা কুকুর হয়, কোটি কোটি টাকার মালিক হয় ।
রাষ্ট্র তাজুলদের ত্যাগ আর সংগ্রামকে গোপন রাখে । বাকের ফিরোজদের চুরিচামারীকে ফোকাস করে, শ্রমিক আন্দোলন বন্ধের পাঁয়তারা করে ।
শহীদ কমরেড তাজুল'কে সশ্রদ্ধ সালাম ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।