অচেনা পথে হাটতে চাই অনেক দুর
চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দেীড়ানোর স্বভাব আমাদের হয়ত বা কোনদিন যাবে না। কিন্তু একটু দেখবেন কি আপনার কানটা জায়গামত আছে কিনা। শুনা কথায় কান দিতে নাই,কিন্তু এই শুনা কথায় কানটা বেশি চলে যায়। যাই হোক অনেক বকবক শুরু করলাম এবার কাজের কথায় আসি।
প্রথমে শুরু করছি আমার এক দুলাভাইকে দিয়ে উনি আবার সদা দুষ্ট বুদ্ধির অধিকারী।
যাই হোক একদিন উনার সাথে গুলিস্তান গেলাম। গোলাপ শাহের মাজার দেখতেই উনি আমাকে বললেন আয় একটু মজা করি,আমি থতমত হয়ে বললাম মাজারে গিয়া আপনি মজা করবেন?উনি কথা শুনলেন না। মাজারের বাইরের এককোণায় কতগুলো কফ ফেললেন,কফ ফেলে সেটা খুব মনযোগ দিয়ে দেখতে থাকলেন। প্রথমে বুঝলামনা কি হচ্ছে,অমা আস্তে আস্তেদেখি লোকজনের আনাগোনা বেড়ে গেলো,একে অপরকে জিজ্ঞে স করলো কি হইছে এইখানে?দুলাভাইকে এক লোক জিজ্ঞেস করতেই উনি বললো"চুপ,এইখানে যা দেখতাছে এটা একটা কুদরতি জিনিস,যত দেখবেন তত সওয়াব হাসিল করবেন"লোকজন কোন কথা না বাড়িয়ে জিনিসটা কি পরীক্ষা না করে অটো দেখতে লাগলেন। দেখতে দেখতে কিছু গানজা খোর বাবা সবাইকে সরিয়ে সেখানেই জিকির শুরু করলেন।
ব্যাপারটা দেখে আমি না হেসে পারলাম না,পরে দুলাভাই আর আমি কেটে পড়ি। ফুটপাতে দাড়িয়ে তামাশা দেখলাম। প্রচন্ড ভিড়ের কারনে পুরো রাস্তাটা জ্যাম হয়ে গিয়েছিলো। মনে মনে ভাবি আহারে বাঙ্গালী বোকার হদ্দ।
প্রথম পর্ব শেষ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।