আমাদের কথা খুঁজে নিন

   

গত মেলায় তিমুরের এক কপি বইও বেঁচা হয় নাই!

বন্ধুদের নিয়ে বাঁচি

কৌশিক-বিল্লাহ গং এর চেয়েও ফ্লপ তিমুর।গত মেলায় তিমুরের এক কপি বইও বেঁচা হয় নাই! কারণ আমি তার সব বই ডাকে আমার কাছে পাঠাতে অডর্ার দেই বইটি প্রকাশের পর পর।প্রকাশক তিমুরকে লুকিয়ে সব বই আমার কাছে পাঠিয়ে দেয়।এক কপি শুধু রাখে স্টলে তিমুরকে দেখানোর জন্য! তিমুর স্টলে গেলেই ওর প্রকাশক আমার শেখানো বুলি আউড়েছে।বলেছে, ভাই আপনি লেখা লেখি ছাইড়া দেন।ঘোড়ার যুগ শেষ।তিমুর মুখ গোমড়া করে ফিরে এসেছে। এখন যা করবো,আমার কাছে ডাকে পাঠানো বইগুলো ফেরত দিয়ে দিবো। প্রকাশকের শিক্ষা হোক!ভবিষ্যতে যাতে কোন প্রকাশক আর ওর মতো লেখকের বই ছাপতে সাহস না পায়! তিমুরের জন্য ধাঁধাঁঃ বলুনতো, আপনার বইয়ের নাম কী এবং তা কোথা থেকে প্রকাশ হয়েছিলো!?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।