আমাদের কথা খুঁজে নিন

   

হীম জোছনায় তোমার স্পর্শ



আমার চারপাশে হীমাদ্রির শীতলতা। দূরের পাহাড়গুলো শভ্রতার বরফের চাদর গাঁয়ে ঘুমিয়ে আছে নিরব-নিথর। শীতনিদ্রার আবহে কাটিয়ে দেবে পুরো ছয়টি মাস। প্রকৃতি চায়, আমিও যেন দূরের ঐ পাহাড়গুলোর মত স্মৃতি-মখমলের স্বপ্নময় চাদর গাঁয়ে কাঁটিয়ে দেই দুঃস্বপ্নের একটি বছর। ।

কিন্তু আমিতো বোধহীন পাহাড় নই যে, প্রিয়তমার স্মৃতিময় সুখস্পর্শ আমাকে আন্দোলিত করবেনা। তাঁর কোমল বক্ষের উষ্ণ আলিংগনের আহবান আমার ধ্বমনির রক্তে ঢেউ তোলবেনা। । মেঘহীন আঁকাশে যখন একাদশীর চাঁদ উঠে হীম জোছনার দীঘল আঁচলে জড়িয়ে যায় আমার সমস্ত কল্পণা। আমি ভীষণ ভাবে অনুভব করি তোমার স্পর্শের ঊষ্ণতা।

মুহুর্তের মধ্যে সে উষ্ণতা ছড়িয়ে পড়ে রক্তের প্রতিটি লৌহ কনিকায় তারপর শিরা-উপশিরা বেয়ে সমস্ত শরীরে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।