আমাদের কথা খুঁজে নিন

   

[রং=নষঁব][গাঢ়]শস্যপর্ব[/গাঢ়][/রং]

ভূল সময়ের মর্মাহত বাউল

[গাঢ়]শস্যপর্ব[/গাঢ়] কবিতা প্রকাশের একটি ক্ষুদ্র প্রয়াস। এক সময়, যখন আরও সজিব ছিলাম মননে, তখন আমরা যারা একসাথে বাঁচতাম তারা এইসব কাজের সাথে যুক্ত থাকতাম দিনের বেশির ভাগ সময়। তখন একবারে হঠাৎ বাতাসে শ্বাস নিয়েছিল শস্যপর্ব। তারপর শীতঘুম। প্রায় 7 বছর পর আবারও শস্যের ঘ্রান নিতে ইচ্ছে হল।

অন্তর্জালে সংরক্ষনের উদ্দেশ্যে এখানে রাখা হল। কেউ যদি পড়ে ফেলেন কস্ট করে সেটা হবে বাড়তি পাওনা। --------------------------------------- এখানে পোস্ট করার পরই মনে হল [গাঢ়]শস্যপর্ব[/গাঢ়]'র জন্য আলাদা লিংক করা যায়। হাসান মোরশেদও বল্লেন সে কথা। তাই নতুন লিংকে স্থানান্ত করা হল শস্যপর্ব'র এই পর্ব।

যেখানে প্রথম সংখ্যাটাও তুলে রাখা হয়েছে। কস্ট করে[link|http://www.somewhereinblog.net/shoshshoporboblog/post/28700328|GLv

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।