আমাদের কথা খুঁজে নিন

   

50 বছর রেখেছেন সূতোয় গেঁথে

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

বিচিত্র শখ মানুষের ! নিচের 2নং ছবিতে যে বৃদ্ধকে দেখছেন উনি দূর সম্পর্কে আমার নানা । বয়স 86 বছর। একসময় বিজি প্রেস এ চাকুরী করতেন। সে অনেক দিন আগে। রিটায়ার্ড করেছেন 1975/76 সালে।

তারপর গ্রামে নিজের অরিজিনে ফিরে গেছেন। কিন্তু ছাড়তে পারেন নি সরকারী এক পৃষ্টার ক্যালেন্ডার এর সংস্পর্শের অভ্যাস। তাই বুঝি এভাবে সংগ্রহ করেই চলেছেন( ছবি দ্রষ্টব্য)। ওনার গ্রামের বাড়ীর বারান্দায় টানানো বিগত পঞ্চাশ বছরের ক্যালেন্ডারের বান্ডিলটা। সেলাই করে গাঁথা একটার সাথে আরেকটা।

যতদিন বেঁচে থাকবেন হয়তো জমাতেই থাকবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।