আমাদের কথা খুঁজে নিন

   

= আলোক প্রান্তরের পথে পথে

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

প্রিয় প্রজন্ম, 'দ্বন্ধ বিহীন ছন্দময় জীবন' কি খুব সুখকর? আমার কিন্তু তা মনে হয় না। তাই একদার পরিমাপনের শিকলে বাঁধা উপার্জন প্রচেষ্টাকে নিজ হাতেই ভেঙ্গে দিলাম; হলাম উন্মুক্ত, বৈকালিক পাখিদের মত তখন ঘুরে বেড়াতাম শহরের এ প্রান্ত হতে ওপ্রান্ত পর্যন্ত; উদ্দেশ্য যে পণ্য বিক্রয় তা নিশ্চয় বুঝে ফেলেছিস। তখনকার পূর্বাপর দিনগুলোকে সাজালে মনে হত যেন জেল থেকে ছাড়া পেয়েছি। 'ছন্দ বিহীন দ্বন্ধময় জীবন'কেও আমি আশা করি না, করি না কারো জন্যই। মনে হলেই তো হৃদয়-দেয়ালে আঘাত হানে ইয়াহূদীদের বুলেট, আল-কুদসের শিশু-কিশোর-যুবকেরা যেখানে অর্ধশতাব্দীরও অধিক কাল যাবৎ চালিয়ে যাচ্ছে 'অস্ত্র-পাথরের অসম যুদ্ধ'।

খৃষ্টান-পৌত্তলিকদের যৌথ আক্রমণে ভেঙ্গে পড়ছে আমার আদর্শের ডালপালা; আমার রক্ত আজ বিক্রি হচ্ছে জলের দামে। সে জীবনের স্বরূপ খুঁজতে গেলে এমনি এক বিচিত্র চিত্র দেখি দু'চোখে, দৃশ্যায়িত হয় সমগ্র অনুভবে-অন্তরজুড়ে। এই কি হতে পারে কামনার জীবন? মধ্যমপন্থী জাতির জন্য তাই চাই মধ্যমপন্থার অবলম্বন। যে কথা আজ তোদেরে শোনাই, যে অনাকাঙ্খিত দৃশ্য দেখি তোদের দিনাতিপাতে, যে অবক্ষয় দেখি 'এক শরীরীয়' এক জাতির যুগীয় পরিবর্তনে; তার অংশ তো আমিও। কি করে দোষের সবটুকু আরোপ করি তোদের স্কন্ধে বল্? নিজেই তো নুয়ে আছি ভেঙ্গে টুকরো হওয়া দেহের জোড়াতালি কুড়িয়ে পেঁচিয়ে পথ চলতে, ছুটতে জীবনের সায়াহ্ন সীমান্তে; বেলায় বেলায় যে পৌঁছুতে হবে ওপারের বারান্দায়।

ওখানেই তো দাঁড়িয়ে আছেন আমার সবটুকুর মালিক, সর্বস্বের প্রতিপালক, সর্বোচ্চ ভালবাসা, সর্বোন্নত শ্রদ্বাঞ্জলির প্রাপক। বল্- ডানে, বাঁয়ে, ঊর্ধ্বে অথবা অন্তরীক্ষে আর কি কোথাও যাওয়ার জায়গা আছে আমাদের? জীবনের যে পন্থাকে বাঞ্ছনীয় ভেবে উপহার দিলেন তিনি; সে পদ্ধতিতে তোদেরে দেখতে চাই রে। তাই তো এক বুক আশা, এক আকাশের স্বপ্ন আর এক সাগর ভালবাসা নিয়ে তোদের জন্য লিখি আর লিখি। যেদিন তোরা স'বে পার হ'বি আলোকিত পুলসিরাত; পঙ্কিলতার অন্ধকারে নিমজ্জিত আমার দিকে তখন একটু আলো ছুঁড়ে দিস্রে; দিবি তো? (লিখতে গিয়ে অশ্রু সংবরণ করতে পারিনি কিছুতেই) তোরই- "ফএমু" ২৬.০২.২০০৭, মদীনা মুনওয়ারা, সৌদি আরব। ছবির জন্য !@@!518365 যেখানে।

!@@!518367 !@@!518368 !@@!518369 !@@!518370

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।