আমাদের কথা খুঁজে নিন

   

একটেল-কে কিনে নিলে ওয়ারিদ টেলিকম

বিক্ষিপ্ত জীবন. . . কখনো হাসায় . . . কখনো কাদাঁয় . . . আবার কখনো নির্ভেজাল অন্ধকার ঘিরে ফেলে চারদিক থেকে . . .

সকাল থেকে হাওয়ায় ভাসছে এই খবরটা। ওয়ারিদ টেলিকম নাকি একটেল বাংলাদেশ এর যাবতীয় শেয়ার কিনে নিয়েছে। খুব শীঘ্রই একটেল এর ম্যানেজমেন্টও ওয়ারিদের দ্্বায়িত্বে চলে যাবে। খবরটার সত্যতা নিয়ে মনের মধ্যে দ্্বিধা আছে। একটেলের এক ব্যাটা অবশ্য ঘটনা স্বীকারও করেছে।

কিন্তু ওয়ারিদ বাংলাদেশের কাছ থেকে কোন মন্তব্য পাই নি। এক টেলিকম বিশেষজ্ঞ জানালো এখানেও নাকি সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে। কারন এধরনের কেনা বেচা করতে গেলে সংশ্লিষ্ট দেশের সরকারকে ট্যাক্স দিতে হয়। বাংলাদেশ সরকারকে যাতে এই কেনা বেচায় কোন ট্যাক্স দিতে না হয় সেজন্য পুরো প্রক্রিয়াটা নাকি হচ্ছে দুবাইতে। আপনারা কেউ কি এই বিষয়ে কিছু জানেন নাকি? দ্রষ্টব্য: একটেল ওয়ারিদের কেনাবেচার বিষয়টি সম্পর্কে আমি পুরোপুরি নিশ্চিত নই।

সুতরাং কেউ যদি এই তথ্য অন্য কোথাও ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই যাচাই করে নেবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।