গত ৩০ বছরে ঢাকার শতাধিক শিলালিপি নিখোঁজ হয়েছে। এর বেশির ভাগ নিখোঁজ হয়েছে ৯০ দশকের পর। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে 'ঢাকার নিখোঁজ শিলালিপি' শীর্ষক দ্বিতীয় প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় চার বছর ধরে শিলালিপি নিয়ে অনুসন্ধান করে এ কমিটি। সূত্র জানায়, সবচেয়ে বেশি শিলালিপি নিখোঁজ হয়েছে নারিন্দা খ্রিস্টান কবরস্থান থেকে।
এখান থেকে ৩৫টি শিলালিপি ৪০ বছরে নিখোঁজ হয়ে গেছে। এর মধ্যে ১৫টি নিখোঁজ হয়েছে ৯০ শতকের পর। এখানে রয়েছে মুঘল, কোম্পানি ও ব্রিটিশ আমলের শিলালিপি। গ্রন্থ প্রণয়ন কমিটির চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, স্থপতি সামসুল ওয়ারেস, ড. ফাদার তপন ডি রোজারিও, ভাস্কর রাসা, আলোকচিত্রী পাভেল রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, 'ক্রমেই ইতিহাস নিখোঁজ হয়ে যাচ্ছে।
বার বার দেখেছি ইতিহাস বিকৃতি। শিলালিপি ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃতভাবে হারিয়ে যাচ্ছে। এর পেছনে নানা কারণ জড়িত। সমাজের অনেক স্বার্থ তাড়িত বিষয়ের কারণে শিলালিপি হারিয়ে যাচ্ছে। '
তিনি বলেন, 'বহু বছর আগের শিলালিপি অনেক কিছু শিক্ষা দেয়।
প্রস্তর খণ্ড তখন প্রস্তর খণ্ড থাকে না। হয়ে যায় ইতিহাস খণ্ডে। এসব শিলালিপি সংরক্ষণ করার জন্য সবাইকে সচেতন করতে হবে। সঠিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা অনেক দূর নিয়ে যাবে। '
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।