মুক্তির গান আবার শোনাতে চাই !!
প্রথম প্রথম এই ব্লগে ঢু মারতাম বিভিন্ন লেখা পড়ার জন্য। বিভিন্ন জনের লেখা পড়ে খুব ভালো লাগতো। মনের অজান্তেই হঠাৎ একদিন ইচ্ছা করলো আমিও লিখবো। একাউন্ট খুলে বসলাম।
উমা................. দেখি পড়া তো অনেক সহজ কিন্তু লেখা? এতো সহজ নয়।
আমার মনে আছে প্রথম দিনের কথা। অনেক চেষ্টা করেও সেদিন একটা লেখাও লিখতে পারিনি। বুঝতে পেরেছিলাম যে সবার দ্বারা লেখা সম্ভব না। কেউ জন্ম নেয় লেখার জন্য, সমাজটাকে বদলে দেওয়ার জন্য আবার কেউ দুনিয়ায় আসে আমার মতো পড়ার জন্য, না বুঝে অন্যর সমালোচনা করার জন্যে।
আজ এই বিশেষ দিনে ভাবলাম একটা ভালো লেখা পোস্ট দিবো।
কিন্তু ঐযে বললাম.......... আমার দ্বারা ভালো লেখা বাহির করা সম্ভব না। অনেক চেষ্টা করেও পারলাম না।
অবশেষে কিছু লিখতে না পেরে পোস্ট না দিয়েই চলে যাচ্ছি। বিশেষ দিনেও আপনাদের বিশেষ কিছু দিতে পারলাম না। কী করবো বলেন........... মাথাটা কাজ করে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।