আমাদের কথা খুঁজে নিন

   

! খলনায়ক !



আমার এক বন্ধু ঢাকায় এসে আমার অফিসে এল। এসেই একটি মোবাইলের সিম কিনবে বলে আমাকে শপিং মলে নিয়ে গেল। জয় পার্টনার সিম কিনল। ও যখন সিমটি কিনে তখন ওর নাম্বার দুটো লিখে রেখেছিলাম। কিছুদিন পর ফোন করে ও ওই দুটো নম্বরের একটি নাম্বার আমাকে দিয়ে বলল, সে নাম্বারটি ও ব্যবহার করছে।

যাই হোক অপর নাম্বারটি আমার কাছে ছিল, তখনও জানতাম না ও কাকে সেই নাম্বারটি দিয়েছিল। আমি তখন প্রতিদিন ওই নাম্বারে এসএমএস পাঠাতাম। এভাবে অনেকদিন। তারপর একদিন একটি কল আসল ওই নাম্বার থেকে। অপর পাশে মেয়েলী কন্ঠ।

আলাপ পরিচয শুরু হল, একদিন, দুদিন এভাবে চলতে লাগল। বেশ কিছুদিন গেলেও বটে!! হঠাৎ একদিন বন্ধুটি ফোন করে আমার কাছে পরামর্শ চাইল, আমি জানতে চাইলাম বিষয়টা কি? ও তখন যা বলল তাতে তো আমি থ! ওর নাকি ইউনিভার্সিটি-তে একটি মেয়ে বন্ধু আছে। (এর আগে আমি জানতাম না, ও আমাকে কখনও বলেনি) ও তাকে খুব পছন্দ করে, সেও করত, তো একটি পর্যায়ে সেই মেয়েটির কাছে নাকি প্রতিদিন এসএমএস আসত অন্য একটি অজানা নাম্বার থেকে, তারপর কথা বলা শুরু, শুরু তো শুরু এখন এমন অবস্থা যে, মেয়েটি আমার বন্ধুকে কেমন জানি পাত্তাই দিতে চাইতনা। কেমন জানি পাশ কাটানো ভাব। এভাবেই অনেক কিছু বলল বন্ধুটি।

ওর তো মাথা খারাপ অবস্থা। ও তখন আমার কাছে পরামর্শ চাইল কিভাবে কি করবে। আমি বললাম আমাকে একটু সময় দে চিন্তা করে নেই। কিন্তু আমি তো জানি পুরো ঘটনার খলনায়ক আমি। এখন কি পরামর্শ দেই ওকে।

মহা চিন্তায় আছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।