[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
এগিয়ে যাচ্ছে দেশ
অথবা এগিয়ে যাবে;
এগিয়ে যাচ্ছি আমি..
পায়ের বৃদ্ধাঙ্গুলির ছায়া তবে কেন পড়ে পশ্চাতে ঐ?
সম্মুখে নাকি পশ্চাতে -এগিয়ে যাবার সরূপ প্রকৃত কই?
এক হাত দূরত্বে বসে আছে সম্মুখ দর্শী কৃশ রিকশাওয়ালা...
প্যাডেল ঘুরছে, টানটান হচ্ছে তার পায়ের রুগ্ন মাংসপেশী,
কোষে কোষে জমা হচ্ছে এগিয়ে চলা কালের ইতিহাসের কালো বলি।
প্রতিক্ষণে সে এগিয়ে যাচ্ছে আমার থেকে এক হাত।
তার মাথার ভেতর কেবলই জীবনযাপন টানাপোড়ন ,
কালাতিপাতের নিদারুন চিন্তা নিশ্চিত ঘুরপাকে এগিয়ে যাচ্ছে সেথায়।
পথের পাশে উদ্যান ঘাসে যুগল প্রেমের দৃশ্য ভাবায় আমায়
কবিতার সন্ধানে চিন্তা আর কল্পনা এগিয়ে এগিয়ে যায় মনে;
এগিয়ে যাচ্ছি রেখে পাদুখানা মাটির অনেক উপরে রিকশার টিনে;
হঠাৎ রাজপথে সশস্ত্র ঝংকারে চূর্ণ হয় মৌনতা
রিকশা ওয়ালার দুঃখ মন্থনের তুচ্ছ তুচ্ছ ঘূর্ণন থেমে যায়
মৃৎ আর কারু কুটিরের হকার লীন ফুটপাতে শুয়ে থাকা হাত পা হীন
ভিখারীর মরচে পড়া চোখ বড়বেশী নিঃস্ব মনে হয়,
তার চেনা সেই সব শিল্পকর্ম আর শিল্পের পসার সাজানো
সঙ্গীরা সব ছিল যেন অনাহুত আর ভুল ঐতিহ্যের মাঝে বিছানো।
দেশ এগিয়ে যাচ্ছে , পঙ্গু ভিখারী তাই ফুটপাতে হচ্ছে ভীষণ নিঃসঙ্গ।
মৌনতা গুলো পথে পথে আদর করছে আমাদের বারবার।
এগিয়ে যেতে হচ্ছে দেখতে দেখতে তারপরেও আবার;
দৃষ্টি এগিয়ে যায় আরেকটু বেশী যখন প্যাডেল ঘোরে
বাংলা একাডেমির সামনের রাজপথে, বই এর অস্থায়ী দোকানগুলোতে
আড়মোড়া ভাঙা বইগুলো নিরবে ব্যস্ত অলস প্রভাতি আড্ডায়।
(হঠাৎ একাডেমির বাংলা প্রতিশব্দ সন্ধানে স্মৃতির পাতায় এগোতে চায় মন)
'এগিয়ে যাচ্ছি আমরা ভাষা আন্দোলনের চেতনায়-
সেকি পশ্চাতে না সম্মুখে?'-প্রশ্ন নিয়ে উড়ছে যেনো বটশাখায় প্রভাত পাখী।
কবিতা লিখছি, কল্পনায় ছুটছি দুরন্ত,
হয়তো ভাষার প্রতি ভালবাসার হালকা আবেগ কাধে রাখে হাত।
এগিয়ে যাচ্ছে সময় ...
এতিহ্যময় ভাষা দিবস-একুশে ফেব্রুয়ারীর আগমনী ধ্বনী বাতাসে...
8ই ফাল্গুন পেরিয়ে সময় আরও এগোবে একুশে, ভাষাদিবসের আসায়।
'বাংলা , বাংলা .... মায়ের ভাষা বাংলা'... রবে চিত্তকূল বিকশিত হবে
তবুও একুশে ফেব্রুয়ারীর দিনে
এক দিন আগে বাংলা মাসের 8ই ফাল্গুন মাড়ানো সুখে এগিয়ে যাবে
দেশের ইতিহাস ঐতিহ্য আর উৎসবে আরও এক ধাপ।
এগিয়ে যাচ্ছে সোনার বাংলা দেশ
অথবা এগিয়েই যাবে
এগিয়ে যাচ্ছি আমি ;
তবুও অর্বাচীন চেতনা ভাবনায় থমকে থমকে প্রশ্ন আনে
এগিয়ে যাওয়া মানে কি কেবল সম্মুখ গমন নাকি পশ্চাতেও ?
--কেউ উত্তর দেয়না।
19/2/07
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।