আমাদের কথা খুঁজে নিন

   

ড. ইউনূসের রাজনৈতিক দল নাশ

ইসু্যভিত্তিক আন্দোলন

শান্তিতে 2006 সালের নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নিজের প্রস্তাবিত রাজনৈতিক দলের সম্ভাব্য নাম 'নাগরিক শক্তি' বলে ঘোষণা করেছেন। এই দল আগামী সংসদ নির্বাচনে 300 আসনে প্রতিদ্বন্দিতা করবে বলেও ঘোষণা দিয়েছেন। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, 'নতুন রাজনৈতিক দলের নাম হতে পারে নাগরিক শক্তি। আগামী নির্বাচনে তিনশ' আসনেই প্রার্থী দেওয়া হবে। ' প্রফেসর ইউনূস গত বছরের শুরুতে রাজনৈতিক বিষয়ে তার পরিকল্পনা প্রকাশ করতে শুরু করেন এবং 'যোগ্য প্রার্থী আন্দোলনে' যুক্ত হন।

নোবেল পুরস্কার লাভের পর গত ডিসেম্বরে অসলোতে পুরস্কার গ্রহণ করে দেশে ফিরে এসে প্রয়োজনে রাজনৈতিক দল গঠন করবেন বলে ঘোষণা দেন। গত 11 ফেব্রুয়ারি তিনি নাগরিকদের উদ্দেশে এক খোলা চিঠিতে ফোন-ফ্যাঙ্-ই-মেইল-এসএমএসে সবার মতামত জানতে চেয়ে বলেন, দেশবাসী তাকে এগিয়ে যেতে বললে তিনি দল গঠন করবেন। চিঠিতে তিনি বলেন, নতুন রাজনৈতিক উদ্যোগ নেওয়ার এখনই উপযুক্ত সময়। এরপর তিনি বিদু্যৎগতিতে দল গঠনের ঘোষণা দিলেন। এখন প্রশ্ন হলো ড. ইউনূসের গড়ে তোলা গ্রামীণ ব্যাংক জনগণের কতোটা উপকারে এসেছে।

তাদের দেয়া ুদ্র ঋণের জালে আটকা পড়ে অনেকেই এখন আর বেড়িয়ে আসতে পারছেন না। অনেকেই ভিটেমাটি হারিয়েছেন। নাশ (মারা গেছেন) হয়েছেন আবার অনেকে। তাহলে কী ড. ইউনূস সেই ল্য নিয়ে রাজনৈতিক দল গঠন করছেন? সুদের জালে ফাঁসিয়ে নাশ করেছি! এবার রাজনৈতিক দল দিয়ে দেশটার নাশ করবো। যে কারণে দলেরও নাম নাগরিক শক্তি-নাশ (ধ্বংস)।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।