আমাদের কথা খুঁজে নিন

   

স্বাগতম:সর্বনাশ

সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......

সর্বনাশ (সর্ব দলীয় নাগরিক শক্তি) যদিও আপাতত বলা হয়েছে নাগরিক শক্তি (নাশ)-- এর মাধ্যমে রাজনীতিতে আরো এক ধাপ এগিয়ে গেলেন বাংলাদেশকে বিশ্বমঞ্চে নতুন করে তুলে ধরা বীর বাঙ্গালী ড. মুহম্মদ ইউনূস। দৃঢ়তার সঙ্গেই বলেছেন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই তার। অন্তত শেখ হাসিনার সুদ সম্পৃক্ত অপ্রত্যাশিত আক্রমনের পর নোবেল বীরকে যেনো টিভির পর্দায় আরো প্রস্ফূটিত মনে হচ্ছিলো। আমার আশা ছিলো নতুন দলের নাম হবে বাংলাদেশ নোবেল পার্টিএবং নির্বাচনী প্রতিক হবে মোবাইল ফোন অথবা মাটির ব্যাংক। কিন্তু গরীবের ব্যাংকার বলেছেন নাগরিক শক্তি নামটিই তার পছন্ন্দের। আরো বলেছেন সবাইকে নিয়ে চলতে চান তিনি। তাই ধারনা করছি দলের সংশোধিত নাম হবে সর্বদলীয় নাগরিক শক্তি .... সংক্ষেপে বললে হয়তো বলা হবে "সর্বনাশ"। আমরা প্রস্তাবিত সর্বনাশের আকাশছোয়া সফলতা কামনা করছি। স্বাগতম : সর্বনাশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।