আমাদের কথা খুঁজে নিন

   

এ আলো ছড়িয়ে পড়ুক সকল প্রাণে

পথে থাকি, পথেই ঘুমাই, পথেই কাটে সারাবেলা পথভোলারা পথ পুছিলে নেই না কোন অবহেলা আজ বিশ্ব এজতেমার দ্বিতীয় পর্বের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে শেষ হলো মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম মিলনমেলা বিশ্ব ইজতেমা। বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি, হেদায়েতের প্রার্থনার মধ্য দিয়ে শেষ হলো এই মুবারক জমায়েত। সর্বত্র দ্বীনের দাওয়াত পৌছে দেওয়ার শপথ নিয়ে বিদায় নিলেন ইজতেমায় আগত দেশ-বিদেশের লাখো মুসুল্লি। লাখো কন্ঠের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হলো তুরাগপারের পাড়ের চাটিয়াল প্রান্তর। বিশ্বাসী মানুষের আনত আত্মসমর্পনের মধ্য দিয়ে দুরিভূত হলো অবিশ্বাসের সকল ঔদ্ধত অহমিকা। সংঘাতপূর্ণ পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠায় যার আজ বড় প্রয়োজন। নিছক রেওয়াজ রুসুম না হয়ে ইজতিমার এই শিক্ষা সকল প্রাণে ছড়িয়ে পড়ুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।