গতকাল পার হয়ে গেল বিশ্ব ভালবাসা দিবস। এই দিনটি শুধু প্রেমিক- প্রেমিকাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভালবাসা দিবসে বাবা-মা থেকে শুরু করে যে কেউই ভালবাসা উপহার দিতে পারে। গতকাল ভালবাসা দিবসের চিত্র যখন চ্যানেল আই-এ দেখাচ্ছিল ঠিক তখন ইসলামীক দেশ হিসেবে বাংলাদেশে এ দিবস ঠিক নয় এবং এসব লোকজনদের বেলোল্ললপনা হিসেবে উল্লেলখ করেছেন একটি কলেজের অধ্যক্ষ। আমরা সাথে সাথে এর প্রতিবাদ করেছি। তাকে বলেছি আপনার এই মন্তব্য ঠিক নয়। তাকে সবাই মিলে বেঝানার চেষ্টা করলেও তিনি বুঝলেন না। পরে আমরাই ব্যর্থ মেনে নিয়ে চুপ করে গেলাম। একজন কলেজ অধ্যক্ষ'র জ্ঞান যে এতো কম তা বোঝা গেল। আসলেই কি উনি অধ্যক্ষ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।