আমাদের কথা খুঁজে নিন

   

আ-খতনা দৈর অমুসলিম ঘোষনা করা হউক



1994 বিখ্যাত ইজিপ্সিয়ানচিনতাবিদ মফতি শেখ জাদ ফতোয়া দেন-- " নারী এবং পুরুষ দুইজনের জন্য ই সুন্নত খতনা করা, আ-খতনাদের সমাজ সইতে বহিস্কার করা যাবে গ্রামের মৌলভীর অনুমতিতে। " কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় খতনা উভলিঙর জন্য সুন্নত দাবী করে 1949,1951 এবং 1981 সনে ফতোয়া ইসু করেছে। আজ ইহুদি নাছারাদের কবলে মুসলমান নারীরা সুনয়নতে খতনা পালন করছেনা। এই বিদায়ত না ফরমান এবং মুরতাদি। শিয়ারা এবং কাদিয়ানিরা এই সুন্নত নিষিদ্ধ করেছে।

শত শত মুসলিম নারি এই সুননত পালনে বিরত। আমাদের প্রান প্রিয় নবী তার এক হাদিয়াতে ওমম আতিয়া ভগ্নানকুর ছৌট করে কাটতে বলেছেন যাতে যৌন আন্নদ এবং পুলকাভব বৈশী হয়। তাই নারীদের সুন্নতে খাতনা অতীব জরুরী এবং সত্যকারে ইসলাম প্রচারের জন্য জরুরী। জনাব ত্রিভুজ এবং ইরানি আশরাফ রহমান কাদিয়ানিদেরও অমুসলিম বলেছেন। আমি জনাব ত্রিভুজ এবং ইরানি আশরাফ রহমানকে আহবান জানাচ্ছি যেইসব নারীরা সুন্নতৈ খতনা করেনা ভগ্নানকুরেতাদেরও অমুসলিম ঘোষনা করা হউক।

ইহা একটি ত্রিভূজীয় রচনা এবং ত্রিভূজীয় দাবি সোর্স Gad-al-hak: Khitan al banat, pp. 3119-3125, in Sami A. Aldeeb, Mutiler, Institut Suisse de Droit Compar

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।