আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন
আরে আর কি বলবো সকাল বেলা ঘুম থেকে উঠে সরাসরি ইউর্নিভারসিটিতে দৌড় , আসি বিকাল বেলা , তারমধ্যে আমার ছোটবোনকে কোচিং থেকে আনা........এসে এতো ক্লান্ত লাগে শুয়ে পরি, ঘুম থেকে উঠে কিছু খেয়ে পড়াতে যাই, সেখান থেকে এসে বন্ধুদের সাথে কথা বলার পর নিজে পড়তে বসি ......
তো তিন দিন আগে দেখী গোসল করতে পারি নাই তাই চিন্তা করলাম এখন যাবো, 12:30 গোসল করে 1টার পরে আসলাম............
এসে চুল ঠিক মতো না মুছেই বই খাতা নেড়ে চেড়ে ঘুমিয়ে পড়লাম...........
সকাল বেলা দেখি আমার গলা ব্যাথা...কারণটা বুজতে পারিনি প্রথমে , আস্তে আস্তে গলা বসে কণ্ঠই বদলে গেছে...........
গতকাল মনে হলো বেটাইমে গোসলের জন্য এ অবস্থা হয়েছে..............
কিন্তু আগে কখনো হয়নি আমি 12 মাস 13 কার্তিই গরম পানি দিয়ে আর বেটাইমে গোসল করি, এই যেমন কখনো সকালে বা দুপুরে বা বিকালে বা সন্ধ্যায় বা রাতে......... যখন মন চায়
আমি জানি এটা খুবই বাজে অভ্যাস...........
এজন্য আব্বু আম্মুর হাতে বকা খেয়েও কাজ হয়নি............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।