আমার এলোমেলো ভাবনা গুলো বড্ড বেসামাল
আজি বসন্ত জাগ্রত দ্বারে
তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে
করো না বিড়ম্বিত তারে...
আবহমান শ্যামল বাংলার প্রান্তরে প্রান্তরে দিক দিগন্তে আমোদিত প্রফুল্লতার আমেজ নিয়ে এসেছে ঋতুরাজ। অশোক-পলাশ-শিমুলের রঙে মন রাঙ্গানোর দিন সমাগত। শীতের হিমেল পরশে জীর্ণ, বিবর্ণ ধরণী বসন্তের স্পর্শে উন্মত্ত যৌবনা ষোড়শী। সজীব প্রাণে লাগছে সুরের দোলা। পত্র পল্লবে জেগে উঠছে নতুন আশা।
দখিনা সমীরণে কোকিলের কুহুতানে মানব মনে মাদকতার ছোঁয়া জাগানিয়া বসন্ত ঘর ছাড়তে বাধ্য করে নিরস প্রেমিককেও। প্রাণ খুলে গাইতে থাকে-
দখিণ হাওয়া জাগো জাগো
জাগাও জাগাও আমার মনে
সুপ্ত এ প্রাণ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।