আমাদের কথা খুঁজে নিন

   

সময় এবং আমি..... (দ্্বিতীয় চেষ্টা)

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি...

দিনগুলো হুহু করে চলে যাচ্ছে, কানের উপরে পেকে যাওয়া সাদা চুলগুলোকে আর ঢেকে রাখা যাচ্ছে না। রোবটিক জীবন যেন রোবটকেও হার মানাতে চায়। সকাল বেলার অফিসের তাড়াহুড়োর গোসলেও মন হঠাৎ হারিয়ে যায় অতীতের কৈশোরে। লুকিয়ে রাখা দীর্ঘশ্বাসগুলো সিগারেটের ধোঁয়ার সাথে গোপনে কুন্ডলী পাকিয়ে উড়তে থাকে। সিগারেট ধরানোর বিরতিটাও কমতে থাকে আয়ু কমার দ্্বিগুন হারে।

প্রবাসের অলস দুপুর বেলায় মন কৈশোরের মাঠে মাঠে ছুটে বেড়ায়। সিগারেটের ধোঁয়াগুলো যেন দিবা স্বপ্নের মায়াজাল তৈরী করে। হঠাৎ দমকা বাতাসে সে ধোঁয়া সরে যেতেই সংসারের দায়িত্ববোধের ছাড় পোকাঁরা কামড় বসায় মগজের চিলে কোঠায়। কৈশোর মন আয়নাতে বুড়ো হতে থাকা চোখদুটির দিকে তাকিয়ে থাকে। এক অসময়ে আয়নাটা ঝাপসা হয়ে যায় কোন এক অজানা কারনে।

হয়তো এক অস্বাভাবিক কুয়াশায়, হয়তোবা বুড়ো হতে থাকা চোখের কোনে বালি পড়ায়। ইদানিং কেন যে অকারনেই চোখে বালি পড়ে... কে জানে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।