আমাদের কথা খুঁজে নিন

   

ফুলের বাগানের পরিচর্চা:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

না, রাজনীতির ইতি। দেশের কর্দমাক্ত রাজনীতির যবনিকাপাত হয়েছে। এখন থেকে কেবল সুশীল সমাজের বন্দনা করব। সুশীল কথাটা উচ্চারণ করলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। সংস্কৃতিমনা, শিক্ষিত, মাথামোটা, শ্রেণীচূ্যত, ভুঁইফোড়, টিভির পর্দায় লেপ্টে থাকা বিশেষজ্ঞরা হচ্ছেন আমাদের ত্রাতা-এরাই হচ্ছেন সুশীল।

যারা দন্তহীন সর্প। যারা সমাজের বিবেক। যারা চিরকালই রক্ষক ও ভক্ষকদের জন্য লজিক্যাল গ্রাউন্ড তৈরী করেছেন। যুক্তির বাহুবল দিয়ে আমাদেরকে আলোকিত করে রেখেছেন। তাদের কথা মতো এখন সুন্দর এক বাগান তৈরীতে আমরা ব্যস্ত।

তারা কি জানেন ফুলে ফুলে ভরা বাগানে যে সাপের আানাগোণাও বাড়ে? চোদ্দ কোটি জনসংখ্যা অধু্যষিত বাংলাদেশ এখন ফুলের বাগান হতে যাচ্ছে। এখন থেকে মালীদের বন্দনা করব। প্রণতি জানাব। যারা এখন বাগানের পরিচর্চা করছেন তাদেরকে মাথায় নিয়ে রাখব। স্বপ্নের বাগান চাই।

ফুলে ফুলে ভরা। সারা বছর ধরে ফুলে ফুলে ফুটন্ত বাড়ন্ত বাগান চাই। আর আমরা সবাই বাস করব সেই বাগানে। বাগানের মধ্যে বেড়ে উঠা বেমানান মরা গাছগুলো উপড়াবার কাজ চলছে। বিষবৃক্ষ নিধন করা হচ্ছে।

বড়ো গাছগুলোর কারণে ছোট গাছগুলো বাড়তে পারছে না। তাই, বৃক্ষনিধন হচ্ছে সুপরিকল্পিত। সুবিন্যস্ত বাগানের জন্য খুব দরকার। নতুন বাগানে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা বিরামহীন পরামর্শ দিয়ে যাচ্ছেন। চলুন আমরা করতালি দেই।

বাগানের বড়ো বড়ো গাছগুলো শেকড় উপড়ে ট্রাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে শহরের এক প্রান্তে। সেখানেই আপাতত তারা অন্তরীণ থাকবে। হয়তো ধুকে ধুকে মরবে। বড়ো বড়ো গাছের নিধনে সবাই আনন্দে আটখানা। কিন্ত খুব মনোযোগ দিয়ে দেখুন, বাগানের আগাছা আর পরগাছাগুলো কিন্তু এখনও সরানো হচ্ছে না।

এই দেখে পরগাছা বন্দনায় অনেকে ব্যস্ত। তারা ভাবছেন, আহা!!! বড়ো বৃক্ষ সরে যাচ্ছে। পরগাছারা এখন থেকে বাগানের নান্দনিক সৌন্দর্যের একমাএ প্রতীক হবে। তাদের আর কোন প্রতিদ্বন্দ্বী নেই। তারাই সর্বেসর্বা।

আহা, তাদের আত্মতৃপ্তি দেখে আমরাও মুগ্ধ। কিন্তু মুর্খের দল কি জানে আগাছারা নতুন চারা রোপনের সাথে সাথে উৎখাত হবে? পরগাছারা যাদের কোন শেকড় নেই, তারা বৃক্ষ ছাড়া কিসের উপর ভর করে বাড়বে? বড়ো বড়ো গাছ না থাকলে পরগাছারা কাকে জড়িয়ে সূর্যকে ধরার জন্য হাত বাড়াবে(ক্লোজআপহাসি)?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।