আমাদের কথা খুঁজে নিন

   

ছবির বিবরণ দালি অ্যাটমিকাস (1948)

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

দালি অ্যাটমিকাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্পেনের সু্যররিয়ালিস্ট চিত্রশিল্পী সালভাদর দালির (1904-1989) পেইন্টিং-এ অ্যাটমের উপস্থাপন দেখা যাইতে থাকে। তিনি প্রোটন ও ইলেকট্রনের মধ্যকার সম্পর্ক এবং সেই কারণে সব কিছূর এক অন্তহীন ঝুলন্ত অবস্থার আইডিয়া নিয়া ছবি আঁকতে থাকেন। তার বিখ্যাত পেইন্টিং 'লেডা অ্যাটমিকা'য় দেখা যায় লেডা তার রাজহাঁস ও চারপাশের বস্তুসমুদয় লইয়া শূন্যে স্থির হইয়া আছে।

এই ছবি দিয়া উদ্বুদ্ধ হইলেন ফিলিপ হালজম্যান (1906-1979)। তিনি 1948 সালে তার নিউ ইয়র্কের স্টুডিওতে দালির একটা শূন্যে স্থির হইয়া থাকা ছবি তুলতে চেষ্টা করলেন। ছবি তোলার আগে ইজেল, দালির দুইটা পেইন্টিং-এর ফটোগ্রাফ (যার একটা লেডা অ্যাটমিকা), একটা স্টেপ টুল তিনি সিলিং-এর লগে তার দিয়া ঝুলাইয়া দিছিলেন। তার স্ত্রী নির্দিষ্ট দূরত্ব থিকা চেয়ারের একটা পাও ধইরা রাখছিলেন যাতে মনে হয় চেয়ারটাও শূন্যে ঝুইলা আছে। এরপরে হালজম্যান ওয়ান টু থ্রি ফোর এইভাবে গুনতে লাগলেন।

থ্রি গোনার সঙ্গে সঙ্গে তার তিন সহকমর্ী নির্দিষ্ট দূরত্ব থিকা তিনটা বিড়াল এবং বালতিভর্তি পানি তার দেখানো পথে শূন্যে ছুইড়া দেন। পানিপ্রবাহ বক্্রপথে এবং বিড়ালগুলি পাঁক খাইতে খাইতে যেই মুহূর্ত তৈরি হয় তার মইধ্যেই তিনি 'ফোর' গোনেন এবং সঙ্গে সঙ্গে দালি লাফ দিয়া মাধ্যাকর্ষণবিরোধী ভূমিকা (!) গ্রহণ করেন। এইভাবেই হালজম্যান তার দালি অ্যাটমিকাস ছবিটা তোলেন। হালজম্যান লেখছেন, এই ছবি তুলতে তার 6 ঘন্টা সময় লাগছিল। 28 বারের বার মনমতো ছবিটা তুলতে তিনি সক্ষম হইছিলেন।

ফ্লোরে পানির চিহ্ন না থাকনে কেউ কেউ এই ছবির পানি বিষয়ে সন্দেহ রাখেন। তাদের ধারণা ফটোগ্রাফার পানির ছদ্মবেশে অ্যাক্রেলিক না হইলে রেজিন শুঁকাইয়া লইছিলেন। এছাড়া ছবিতে দালির সামনের ইজেলের মইধ্যেকার বিড়ালের ছবি আর লাফ দেওইন্না বিলাইয়ের লেজ ও থাবার গঠনের সমিলতার কারণে অনেকের সন্দেহ ফটোগ্রাফ তৈরি হওনের পরে দালি হয়তো ওই অংশটা আঁইকা দিছিলেন। আমেরিকার পশু নির্যাতন আইনের বাধার কারণে মোরগ না লইয়া তিনটা বিড়াল লইছিলেন তারা এবং ছবি যেহেতু ইউরোপে প্রচারিত হইব তাই দুধের অপচয় না কইরা পানি ব্যবহারের সিদ্ধান্ত নিছিলেন হালজম্যান। নাইলে হয়তো এই ছবিতে দুধ আর মোরগের ঝুলন্ত দশা দেখতে পাইতাম আমরা।

হালজম্যান প্রায় তিরিশ বছর দালির লগে কাজ কইরা গেছেন। তার দালিস মুসটাস (Dali

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.