হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
বিকাল সাড়ে পাঁচটার দিকে সাদিক আর আমি মেলায় প্রবেশ করার দী-ই-ঘর্্য লাইনের সবশেষে দাড়ালাম ! 10 গজ আগানোর পর আসলেন সারিয়া আপু। আরো যাদের আসার কথা তাদের সাথে ফোনে যোগাযোগ করছি। 45 মিনিট লাইনে দাড়ানোর পর সোয়া ছয়টার দিকে মেলায় ঢুকতে পারলাম।
লাইনের বাইরে এক ছেলে জোড় গলায় বলল "এই লাইনে দাড়াইলে ফজর নামাজ কাযা হইয়া যাইবো! "
মেলায় ঢুকে আমরা দাড়ালাম নতুন ভাষ্কর্যের পাশে। একটু পর আসলেন সামহোয়্যার ইন এর অরিল, পেইজ ফ্লেঙ্ এর নির্ঝর। আড্ডা জমে উঠলো। আলভী, রশ্মি, হাসান আসলো আরো পরে। চ্যানেল ওয়ান টিম খুজে পেল অরিল কে, ও খুবই ভালো বাংলা বলতে পারে।
ক্যামেরা সামনে সাক্ষাৎকার দিলো পুরা বাংলাতে !
ব্রাত্য রাইসু, আবু সালেহ'র পর আসলেন কালপুরুষ দা। বই মেলার বিভিন্ন স্পটে দাড়িযে-বসে আড্ডা দিলাম। চটপটি খেলাম। ব্লগের বাইরে আরো কয়েকজন ছিল নাম মনে করতে পারছি না, খুবই দুঃখিত। মেলা প্রঙ্গন ত্যগ করলাম রাত 9টার দিকে।
ঢুকলাম কাটাবনের এক চাইনিজ রেষ্টুরেন্টে। জম্পেশ খাওয়া আর আড্ডা হলো। খাওয়ানোর জন্য ধন্যবাদ সারিয়া আপু কে। পাশাপাশি ভবিষ্যতে আরো খাওয়া কামনা করছি !!
স্মৃতি ঃ ব্লগারদের সাথে বই মেলার আড্ডা।
তারিখ ঃ 02 ফেব্রুয়ারী 2007ইং, শুক্রবার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।