আমাদের কথা খুঁজে নিন

   

বই মেলা ঃ নষ্টামীর চুড়ান্ত

মানুষ আমি খুঁজছি মানুষ আরো মানুষ হতে

হুনুমান আহম্মকের স্ট্যান্টবাজি কবে শেষ হইবে ? এবারও 'ঘিমুর বিয়ে' নামে আরেকটি গ্রন্থ প্রসব করিয়া বই মেলায় হলুস্থুল পণ্য বেচিতেছেন। বইয়ের সঙ্গে নব্য মডেল গাধনকে স্ত্রী আর একখানা ঐরাবতকে স্বামী বানাইয়া, একশত হলুদ পাঞ্জাবী ধারী ছাগলকে ঘুরাইয়াছেন বইমেলায়। গাধন সম্ভবত ভুলিয়া গিয়াছেন কিশোরী হইতে তরুণী পদার্পণ করা মানুহুনুমাণের ভীষণ প্রিয়। ইহা বুঝিয়াই গাধন ঝুকিয়াছে। বই বিক্রি করিতে গিয়া প্রকাশক মাঝারি একদিন নিশ্চয়ই হুনুমান আর তাহার রক্ষিতাগণের টু-এক্স দেখায়বেন প্রকাশ্য বইমেলায়।

সাহিত্যের নামে এইসব নষ্টামী বন্ধ করা বড়ই জরুরি। একজন হুনুমান আহম্মক আমাদের সাহিত্যকে কি দিতেছে তাহা পরখ করিবার সময় আসিয়াছে। বই যদি শুধুই ব্যবসার পণ্য হইতো তাহা হইলে বলিব, ব্যবসা করিবার মতো নারী ঘটিত কারবার হুনুমান ভালোই বুঝিয়া থাকিবেন, তাহাই করুন। ভয় পাইতাছি, এইবারঘিমুর বিবাহ হইলো, ইহার পরে কি আসিবে। নিশ্চয় হুনুমানের চেতনায় রহিয়াছে 'ঘিমুর কাম ও দাম্পত্য খুটিনাটি'।

ওই বইটি পিন দ্্বারা আটকানো থাকিবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।